,

হবিগঞ্জের নিহত যুবদল নেতার পরিবারকে তারেক রহমানের ১ লক্ষ ৩০ হাজার টাকা অনুদান

হবিগঞ্জ প্রতিনিধি ॥ বাহুবলে বিএনপির অনশন কর্মসূচিতে বেগম খালেদা জিয়ার মুক্তি কামনায় মোনাজাত পরিচালনার সময় অসুস্থ্য হয়ে মৃত্যু বরণ করায় মাওলানা কাজল মিয়ার পরিবারকে ১ লক্ষ ৩০ হাজার টাকা অনুদান দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল মঙ্গলবার বিকালে মরহুমের বাড়ীতে গিয়ে এই টাকা তার স্ত্রীর নিকট হস্তান্ত—র করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি.কে গউছ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের কুয়েত সভাপতি মোঃ শওকত আলী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট হাজী নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ হাজী এনামুল হক, বাহুবল উপজেলা বিএনপির সভাপতি আকদ্দস মিয়া বাবুল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, জেলা যুবদলের সভাপতি আজিজুর রহমান কাজল, সাধারণ সম্পাদক মিয়া মোঃ ইলিয়াছ, সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, সাবেক যুগ্ম আহ্বায়ক মহসিন সিকদার, জেলা জাসাসের সভাপতি মিজানুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক শাহ ফারুক আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান, সিনিয়র সহ-সভাপতি জিলুর রহমান, সহ-সভাপতি মখলিছুর রহমান, সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহ রাজীব আহমেদ রিংগন, বাহুবল উপজেলা যুবদলের সভাপতি হাজী শামছু মিয়া, পৌর যুবদলের আহ্বায়ক সফিকুর রহমান সিতু প্রমুখ। উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারী বাহুবলে বিএনপির অনশন কর্মসূচিতে খালেদা জিয়ার জন্য অঝোর ধারায় কাঁদতে কাঁদতে মাওলানা কাজল মিয়া অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর রাত ১১টায় তার মৃত্যু হয়। তিনি বাহুবল উপজেলার উত্তর হামিদনগর আবাসিক এলাকার বাসিন্দা আবদুস সামাদের ছেলে এবং সাতকাপন ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি।


     এই বিভাগের আরো খবর