,

আইনকে তোয়াক্কা না করে নবীগঞ্জে আদালতে মামলা চলমান থাকার পর ও ভূমিতে জোরপূর্বক মাঠি ভরাটের অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলায় আদালতের আদেশ অমান্য করে ভূমির ওপর মাঠি ভরাট করে ভূমির শ্রেনী পরিবর্তন করার পায়তারা অভিযোগ উঠেছে।
আদালতে মামলা চলমান থাকার পর কোন তোয়াক্কা করছে না একদলভুক্ত লোকজন। মামলার অভিযোগের প্রেক্ষিতে প্রকাশ, ওই উপজেলার করগাঁও  ইউনিয়নের শাখোয়া গ্রামের মৃত রেজ্জাক মিয়ার পুত্র মিজানুর রহমান এর খরিদা ভূমি সাখোয়া মৌজা এসএ খতিয়ান ১ শত ৬২ ও আর এস খতিয়ান ১ হাজার ৭ শত ৪৯ এসএ দাগ নং ৩ হাজার ৫ শত ১ এবং  আর এস দাগ নং ৩ হাজার ৬ শত ৪০ দাগের ১৫ শতাংশ ভুমি। বিগত ২০১৬ সালে ওই ভূমি আত্মসাত ও দখল করার পায়তারার অভিযোগে বৈলাকিপুর গ্রামের মৃত ক্ষিতির চন্দ্র পাল এর পুত্র ক্ষিরোদ চন্দ্র পাল, মৃত খোকন  চন্দ্র পালের পুত্র  তপন চন্দ্র পাল, মৃত ক্ষিতির চন্দ্র পালের পুত্র বাদল চন্দ্র পাল, মৃত প্রানেশ চন্দ্র দাশের পুত্র অমিয় কান্ত পাল, মৃত পান্ডব  দাশের পুত্র  লাড় গোপাল পাল, মৃত মতিলাল পালের পুত্র মিহির লাল পাল,মনোপালের পুত্র লীকান্ত পাল এর বিরুদ্ধে  হবিগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে দরখাস্ত মামলা ৫৮৫/২০১৬ দায়ের করেন বড় সাখোয়া গ্রামের মৃত রেজ্জাক মিয়ার পুত্র মিজানুর রহমান। আদালত ওই মামলা নবীগঞ্জ সহকারী কমিশনার ভূমিকে তদন্ত পুর্বক প্রতিবেদন দিতে আদেশ প্রদান করেন। এরই প্রেক্ষিতে সত্যতা পেয়ে বাদির পক্ষে প্রতিবেদন দেয়া হয়। বর্তমানে মামলা আদালতে চলমান রয়েছে। কিন্তু আদালতের আদেশ অমান্য করে গতকাল বুধবার থেকে আবারো ওই বিরোদপূর্ণ ভুমিতে মাঠি ভরাট করছেন মামলার আসামীরা। এ ব্যাপারে মামলার বাদি মিজানুর রহমান বলেন, আদালতে মামলা থাকা সত্বে ও ক্ষমতার বাহাদুরি দেখাতে  প্রতিপক্ষ লোকেরা জোরপুর্বক তার খরিদা ভুমিতে মাঠি ভরাট করছে। তিনি আবারো আইনের আশ্রয় নিবেন।


     এই বিভাগের আরো খবর