,

নবীগঞ্জে লাইসেন্স বিহীন অবৈধ স’মিল এর বিরুদ্ধে অভিযান ॥ সীলগালা ও চাকা খুলে নিয়ে গেছে বন বিভাগ

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের বাংলাবাজারে লাইসেন্স বিহীন অবৈধ স’মিল ব্যবসা পরিচালনা করার দায়ে মেসার্স আয়ান স’মিল কে সীলগালা ও চাকা খুলে নিয়ে গেছে শায়েস্তাগঞ্জ বন ভিট রেঞ্জ অধিদপ্তর গত শুক্রবার বিকালে একটি বিশেষ অভিযান চালায় শায়েস্তাগঞ্জ বন ভিট রেঞ্জ নির্বাহী কর্মকর্তা, হাসানুর রহমান ও মামুনুর রশীদের নেতৃত্বে একদল বন রেঞ্জ কর্মকর্তারা স্থানীয় বাংলাবাজারে এসে স’মিলের লাইসেন্স না পেয়ে অবৈধ ব্যবসা পরিচালনা করার দায়ে মেসার্স আয়ান স’মিল কে সিলগালা ও চাকা খুলে নিয়ে যায়।

জানাযায়, দীর্ঘদিন যাবৎ লাইসেন্স বিহীন অবৈধ স’মিল ব্যবসা করে আসছেন সাগর খান নামের এক প্রভাবশালী ব্যবসায়ী। স’মিলের নিকটবর্তী একটি কিন্ডারগার্ডেন স্কুল হওয়ায় কোমলমতি শিশুদের পড়ালেখায় মারাত্মকভাবে বিগ্ন হচ্ছে বলে স্কুলের এক শিক্ষক জানিয়েছেন। বন বিভাগের কর্মকর্তাদের সাথে এ প্রতিনিধি যোগাযোগ করা হলে, হাসানুর রহমান জানান অবৈধ লাইসেন্স বিহীন স’মিলের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।


     এই বিভাগের আরো খবর