,

শায়েস্তাগঞ্জে জাতীয় শিশু দিবস ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতীয় শিশু দিবস উদযাপন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্টান অনুষ্টিত হয়েছে। শনিবার (১৭ই মার্চ) সকাল ১১টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আয়েজিত অনুষ্টানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোঃ আব্দুর রশিদ তালুকদার ইকবাল। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ জালাল আহমেদ এর পরিচালনায় অনুষ্টানে অতিথি বৃন্দের আসন গ্রহণ ও অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করে বিদ্যালয়ের ছাত্রী,অভিভাবক ও শিক্ষকবৃন্দরা। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবিদুর রহমান। অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা বান্ধব মৃত্যুঞ্জয়ী জননেতা, হবিগঞ্জ জেলা আ’লীগের সভাপতি ও হবিগঞ্জ-০৩ আসনের নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যে জাতি কারিগরী শিক্ষায় বেশি নারী শিক্ষিত সেই জাতি তত বেশি উন্নত। তথ্য প্রযুক্তির যুগে কম্পিউটার শিক্ষায় সু-শিক্ষিত হয়ে দেশ কে এগিয়ে নিয়ে যেতে হবে। অভিভাবকদের উদ্দ্যেশে তিনি আরো বলেন, আপনাদের সন্তানকে ভাল করে লেখাপড়া শিখিয়ে ভাল ফলাফল তৈরি করে মা-বাবার মুখ উজ্জ্বল করে বিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রেখে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। সরকার বিনামূল্যে বই,উপবৃত্তি সহ আধুনিক শিক্ষার ব্যবস্থা করে দিচ্ছে। বিদ্যালয়ের দাবির প্রেক্ষিতে তিনি আরো বলেন ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালকে সরকারী করণ করা হবে এবং ভবিষ্যতে মহিলা কলেজে রুপান্তর করা হবে বলে প্রতিশ্রুতি দেন। তিনি আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকলের প্রতি আহব্বান জানান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নেন্তপরিবহন মন্ত্রনালয়ের সাবেক সচিব, অশোক মাধবরায়, শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া, জেলা পরিষদের সদস্য মোঃ আব্দুল মুকিত, জেলা শিক্ষ অফিসার অনিল কৃষ্ণ মজুমদার, সদর উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য মোঃ মুজিবুর রহমান মারাজ মেম্বার, সাংবাদিক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ আব্দুল্লাহ্ আল-মামুন, শিউলী বেগম, জবা রায়, সাবেক অভিভাবক সদস্য মেরাজ আলী, আমেরিকান প্রবাসী আয়াত আলী, উসমান আলী মিনু। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শায়েস্তাগঞ্জ প্রেসকাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদ, দৈনিক শায়েস্তাগঞ্জ এর সম্পাদক ও প্রকাশক সাখাওয়াত হোসেন টিটু, করাঙ্গী নিউজ২৪এর বার্তা সম্পাদক কামরুল হাসান, সাংবাদিক রামেন্দ্র কিশোর মিত্র, মোঃ মামুন চৌধুরী, মাওলানা আব্দুল কাদির, অপুদাশ, জমির আলী,মাসুক রানা,হামিদুল হক বুলবুল, বিশিষ্ট্য মরুব্বি আব্দুল আলীম নবীর মেম্বার। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। ছিলেন হালিমা খাতুন, স্বজল বরণ ব্রহ্মচারী, শামীমা আক্তার, আলী হায়দার সেলিম, হেলেনা আক্তার, সাজ্জাত মিয়া সাজু, মীর ইখলাছুর রহমান, মোহাম¥দ সোয়েব আহমদ, দেবযানী ধর, শেফা আক্তার, শেখ তাছলিমা আক্তার, আজিজুর রহমান,শাহরিয়ার চৌধুরী ডালিম, আরিফুল ইসলাম, কুলসুমা জান্নাত, আফছানা খানম, কামরুজ্জামান ফয়সল, লিটন পাল, জারিন তাসলিম, বদরুন্নেছা, মমতাজ বেগম, অঞ্জনা রানী দত্ত প্রমুখ। পরে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।


     এই বিভাগের আরো খবর