,

চুনারুঘাট লস্করপুর চা-বাগানে হরিনাম সংকীর্ত্তন উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী

শংকর শীল ॥ চুনারুঘাট লস্করপুর চা বাগানের দূর্গা মন্দির প্রাঙ্গণে হরিনাম সংকীর্ত্তন মহাযজ্ঞানুষ্টান উপলক্ষে ক্ষুদ্র নিগোষ্ঠি চা শ্রমিকদের জীবন যাপন নিয়ে এক আলোকচিত্র প্রদর্শনী আয়োজন করা হয়েছে। গতকাল ভোরে এ নামযজ্ঞ সমাপন হয়। ঢাকা গুলশানের আলোকচিত্র প্রদর্শনী ফটোগ্রাফার ফায়হাম ইবনে শরীফ এর উদ্যোগে ওই চা বাগান এলাকার বিরেন কালেন্দী, গৌরা মুন্ডা, রঞ্জু কালেন্দী, কানু নায়েক, সমীর পাইনকা, পিন্টু কালেন্দী সহ কয়েকজন তরুণ চা শ্রমিকেরা আলোকচিত্র প্রদর্শনী আয়োজন করেছেন। আলোকচিত্রে চা শ্রমিকদের সাপ্তাহিক বেতন ভাতা, পানির সমস্যা, শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, জীবন যাপন সহ নানান সমস্যা নিয়ে এখানে তুলে ধরা হয়েছে।


     এই বিভাগের আরো খবর