,

অস্বচ্ছল মানুষদের স্বাবলম্বী করতে কাজ করছে বর্তমান সরকার -এমপি এডভোকেট আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ ৬৭ লক্ষ টাকা ব্যয়ে অলিপুর থেকে মোজাহের উচ্চ বিদ্যালয় পর্যন্ত রাস্তা পুনঃনির্মাণ কাজ উদ্বোধন করেছেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির। গত রবিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এই কাজের উদ্বোধন শেষে মোনাজাতে অংশ নেন সংসদ সদস্য। পরে স্থানীয়দের উদ্দেশ্যে বক্তৃতায় এমপি আবু জাহির বলেন, দেশরতœ শেখ হাসিনার বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী। যে কাজ হাতে নেবে তা শেষ করাই বর্তমান সরকারের লক্ষ্য-উদ্দেশ্য। রাস্তা-ঘাট, ব্রীজ-কালভার্টসহ দেশে সবচেয়ে বেশী উন্নয়ন সম্পাদন করেছে এই সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আরো যাবে। তিনি আরো বলেন, বর্তমান সরকার বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করে দরিদ্র মানুষদের জন্য কাজ করছে। সাধারণ খেটে খাওয়া মানুষ যাতে বিভিন্ন ধর্মীয় উৎসবে ধনীদের সাথে আনন্দ ভাগাভাগি করতে পারে সে জন্যে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ভিজিএফ-এর চাল বিতরণের উদ্যোগ নিয়েছে সরকার। সাধারণ মানুষের অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে গ্রাম পর্যায়ে সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি সফল ভূমিকা রাখছে। এ ধরনের কর্মসূচির কারণে দেশে দারিদ্রতার সংখ্যা কমেছে। দেশের মানুষের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা যেমন সরকারের দায়িত্ব, তেমনি প্রত্যেকটি নাগরিকের উচিৎ সরকারের নেয়া এসব উদ্যোগের সফল বাস্তবায়নে সহায়তা করা। ব্রাহ্মণডুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল জজ মিয়া, নূরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুখলিছ মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মাহবুব হোসেন দিলু, নূরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সচিব ইসহাক আলী সেবন, আওয়ামী লীগ নেতা আছকির মেম্বার, শাহজাহান তালুকদার, ব্রাহ্মনডুরা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সচিব বদরুল আলম দীপন, প্রাণ-আরএফএল গ্রুপের সকল কর্মকর্তাসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


     এই বিভাগের আরো খবর