,

হবিগঞ্জ পৌরসভায় ৬টি স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ পৌরসভায় একই দিনে ৬টি স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টা হতে শুরু হয়ে এ সভাগুলো একের পর এক অনুষ্ঠিত হয়ে দুপুর ২টায় শেষ হয়। প্রতিটি সভায়ই পদাধিকার সদস্য হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি.কে গউছ। যে স্থায়ী কমিটির সভাগুলো অনুষ্ঠিত হয় সেগুলো হলো পৌর কাউন্সিলর মোঃ আলমগীরের সভাপতিত্বে সংস্থাপন ও অর্থ বিষয়ক স্থায়ী কমিটি, মোঃ আবুল হাসিমের সভাপতিত্বে মৎস ও প্রাণিসম্পদ বিষয়ক স্থায়ী কমিটি, অর্পনা পালের সভাপতিত্বে দারিদ্র নিরসন ও বস্তি উন্নয়ন বিষয়ক অতিরিক্ত স্থায়ী কমিটি, খালেদা জুয়েলের সভাপতিত্বে স্বাস্থ্য, পানি ও স্যানিটেশন বিষয়ক স্থায়ী কমিটি, পিয়ারা বেগমের সভাপতিত্বে নারী ও শিশু বিষয়ক স্থায়ী কমিটি ও শেখ মোঃ উম্মেদ আলী শামীমের সভাপতিত্বে কর নিরূপন ও আদায় বিষয়ক স্থায়ী কমিটির সভা। সভায় আরো উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোহাম্মদ জুনায়েদ মিয়া ও গৌতম কুমার রায়। মেয়র আলহাজ্ব জি.কে গউছ বলেন জনগন অনেক প্রত্যাশা নিয়ে এ পরিষদকে নির্বাচিত করেছে। ফলে পৌরবাসীর যাতে উন্নয়ন হয় এবং পৌরসভাকে যাতে এগিয়ে নেয়া যায় সেজন্য সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে। তিনি বলেন পৌর পরিষদ ও কর্মকর্তা কর্মচারীদের প্রচেষ্টা ও পৌরবাসীর আন্তরিকতার কারনেই গত অর্থবছরে ৮৭ শতাংশ কর আদায় হয়েছে। সন্তোষজনক হারে কর আদায় ইউজিপ-৩ এর অন্যতম প্রধান শর্ত। তাই চলতি অর্থবছরেও যাতে কর আদায় নিশ্চিত হয় সে ব্যাপারে নাগরিক সচেতনা সৃষ্টির জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।


     এই বিভাগের আরো খবর