,

বাহুবলের তরফরতœ সৈয়দ আব্দুল্লাহ’কে গণ সংবর্ধনা

স্টাফ রিপোর্টার ॥ “সিলেটে বঙ্গবন্ধু” ঐতিহাসিক গ্রন্থ রচনার জন্য মুক্তিযুদ্ধের সংগঠক, বাংলা সাহিত্যের খ্যতিমান ইতিহাসবিদ, পুরাতত্ব গবেষক, বহু কালজয়ী গবেষণা
গ্রন্থের লেখক, শেকড় সন্ধানী সাহিত্যিক, তরফরতœ সৈয়দ আব্দুল্লাহকে গণসংবর্ধনা দিয়েছে বাহুবলবাসী। গতকাল বুধবার দুপুরে বাহুবল উপজেলা পরিষদ মাঠে এই গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সংবর্ধনা কমিটির আহব্বায়ক আব্দুল হাই এর সভাপতিত্বে সদস্য সচিব সৈয়দ এনামূল হকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শোলাকিয়া ইদগাহ এর প্রধান ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এম.এ মুনিম চৌধুরী বাবু এমপি, জেলা পরিষদ সদস্য ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, দেওয়ান শাহ নেওয়াজ মিলাদ গাজী, ডাঃ নাজরা চৌধুরী, বাহুবল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ তারা মিয়া, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, আলহাজ্ব আব্দুল কাদের খান প্রমূখ। এ সময় “সিলেটে বঙ্গবন্ধু” গ্রন্থের মোড়ক উন্মেচন করেন প্রধান অতিথি। অনুষ্ঠানে উপজেলার  প্রায় ২০/২২টি রাজনৈতিক ও সামাজিক সংগঠন, স্থানীয় নাগরিকবৃন্দ এই সংবর্ধনার উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর