,

বানিয়াচং-হবিগঞ্জ সড়কে বাস ও সিএনজি সংঘর্ষে চালকসহ আহত ৫

আনোয়ার হোসেন ॥ বানিয়াচং-হবিগঞ্জ সড়কে দিগন্ত মিনিবাসের ধাক্কায় সিএনজি অটোরিক্সা দুমড়ে মুচড়ে গিয়ে চালকসহ ৫ জন গুরুতর আহত হয়েছে। আহত একই পরিবারের ২ শিশুসহ ৪ জন ও সিএনজি চালককে আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন চালক উপজেলা সদর সৈদরটুলা গ্রামের আঙ্গুর খানের পুত্র জহির হোসেন খান (৩৫), তকবাজখানী গ্রামের পল্লী চিকিৎসক হারান ভট্রাচার্যের স্ত্রী শিপ্রা ভট্রাচার্য (৩২), শিশু কণ্যা শ্রেষ্ঠা (৪), স্নেহা (৬) ও ভাগ্নে আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র গৌরব (১৪)। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বুধবার বিকাল ৩টায় যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিক্সা হবিগঞ্জ থেকে বানিয়াচং আসার সময় আতুকুড়া এলকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া দিগন্ত মিনিবাস সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। পরে আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসাপাতালে নিয়ে যান। আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে সিলেটে প্রেরণ করেন।


     এই বিভাগের আরো খবর