,

চুনারুঘাটে করাঙ্গী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের করাঙ্গী নদীর বড়জুষ বাজারের অংশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ১০/১২টি ঘরবাড়ি নদীগর্ভে বিলিন হওয়ার উপক্রম হয়েছে। দীর্ঘদিন ধরে উপজেলার মিরাশী গ্রামের শরীয়ত উল্লার ছেলে মোঃ আব্দুল কাদির ও সবুজ মিয়াসহ প্রভাবশালী বালু খেকোচক্র করাঙ্গী নদীর বড়জুষ বাজারের অংশের উত্তর বড়জুষ গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে আব্দুল মতিনের পারকুল টি ষ্টেট মৌজার ৬৩নং খতিয়ানের ১০৪০, ১০৪১ ও ১০৪২নং সহ ১০/১২জন কৃষকের দাগের অংশ থেকে অবৈধভাবে করাঙ্গী নদীর বালু উত্তোলনের ফলে আব্দুল মতিনসহ করাঙ্গী নদীর পাড়ের ১০/১২টি নিরীহ কৃষকের পরিবারের বাড়িঘর ভেঙ্গে নদীগর্ভে বিলিন হওয়ার উপক্রম হয়েছে। এলাকার কৃষকরা জানান, বালু খেকোরা প্রতিদিন রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত ২টি বড় ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে ট্রাক ট্রাক্টর যোগে জেলা সদর হবিগঞ্জসহ বিভিন্ন স্থানে পাচার করছে। অবৈধ বালু উত্তোলনকারীদের বাধা প্রদান করা হলে বালু খেকোরা নিরীহ কৃষকদেরকে প্রাণনাশের হুমকি ধামকি প্রদান করে আসছে। একদিকে পরিবেশের যেমন মারাত্মক তি হচ্ছে তেমনি সরকার হারাচ্ছে লাখ লাখ টাকার রাজস্ব।


     এই বিভাগের আরো খবর