,

হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারির বিরুদ্ধে ঘুষের অভিযোগ

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের ওয়ারিং পরিদর্শক আনিসুর রহমানের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। এর আগে তাকে একাধিক বার দাপ্তরিক শাস্তি প্রদান করার পরও তিনি বেপরোয়া হয়ে উঠেছেন। তার অনিয়ম ও দূর্নীতিতে ক্ষুব্ধ হয়ে অনেক সেবা প্রত্যাশিরা হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে প্রকাশ, মিটার নিতে হলে গ্রাহকের ভোগান্তির শেষ নেই। দ্রুত বিদ্যুৎ দেয়ার কথা থাকলেও বিভিন্ন অযুহাতে এখানে সাধারণ গ্রাহকদের ব্যক্তিগত ফায়দা হাসিলের জন্য হেনস্থা করা হচ্ছে। নতুন সংযোগের আবেদন করলে টাকা না দিলে নানা অযুহাতে তা বাতিল করে দেয়া হয়। আর আবেদন করে ওই অসাধু কর্মচারীকে ম্যানেজ করলে সংযোগ পাওয়া যায় খুব দ্রুত। নিয়ম অনুযায়ী অফিসের তালিকাভুক্ত বিদ্যুৎবিদদের ওয়্যারিং রিপোর্টের উপর ভিত্তি করে সংযোগ দেয়া হয়ে থাকে। কিন্তু অসাধু ওই কর্মচারী দালালের মাধ্যমে উৎকোচ গ্রহন করে মোঃ আব্দুর রহমান (আবেদন নং বা-১৬২৩৭) ও সেক্রেটারী গোসাই বাজার (আবেদন নং ১৭৯৬৭) ১৮/১০/২০১৭ইং তারিখে সংযোগ দেয়া হয়। বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের পূর্ব রুপশংকর গ্রামের মৃত কদ্দুছ মিয়ার পুত্র আরজু মিয়ার কাছ থেকে টাকা গ্রহন করে তিন দিনের মধ্যে কোন আবেদন ছাড়াই সংযোগ দেন। এ ব্যাপারে আনিসুর রহমান জানান, তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা। তিনি ঘুষ বাণিজ্যের সাথে জড়িত নন।


     এই বিভাগের আরো খবর