,

শায়েস্তাগঞ্জের বিউটি হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ঢাকায় মানববন্ধন

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে ধর্ষণের পর কিশোরী বিউটি আক্তারকে হত্যার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে ৪৮ ঘণ্টার সময় বেধে দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ সময় বেধে দেওয়া হয়। ‘বিউটি আক্তার-এর ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে আমরা’ শিরোনামে ‘নিপীড়নের বিরোদ্ধে শাহবাগ’ ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়। আয়োজকদের অন্যতম রবিন আহসান বলেন, শায়েস্তাগঞ্জের কিশোরী বিউটিকে ধর্ষণের ঘটনায় মামলা করা হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। উল্টো তাকে হত্যা করা হলো। এখনো পর্যন্ত মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি। মোবাইল ফোন ট্র্যাক করে মূল অপরাধীকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় কঠোর আন্দোলন করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। রবিন আহসান আরও বলেন, ‘বাংলাদেশে আজ কোনো জায়গায়ই নারীরা নিরাপদ নয়। অথচ দীর্ঘ ২৭ বছর ধরে নারীরা শীর্ষ ক্ষমতায়। আমরা সারাদেশের নারীদের ওপর নির্যাতনের প্রতিবাদ জানাচ্ছি।’ সমাজকর্মী জাকিয়া শিশির বলেন, ধর্ষককে অতি দ্রুতই গ্রেফতার করতে হবে। স্বাধীন বাংলাদেশে এ ধরনের জঘণ্য ঘটনা কোনোভাবেই কাম্য নয়। ধর্ষণের ঘটনায় গত ৪ মার্চ নারী ও শিশু নির্যাতন দমন আদালতে কিশোরী বিউটি আক্তারের বাবা একটি মামলা করেন। এরপর ১৭ মার্চ শায়েস্তাগঞ্জের একটি হাওর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সবাই বিচারের দাবিতে সোচ্চার হয়ে ওঠে। ১৮ মার্চ ধর্ষণ ও হত্যাকান্ডের ঘটনায় কিশোরীর বাবা সায়েদ আলী বাদী হয়ে একই গ্রামের বাবুল মিয়া (৩২) ও তার মা ইউপি সদস্য কলম চান বিবিকে (৪৫) আসামি করে শায়েস্তাগঞ্জ থানায় আরেকটি মামলা করেন। কিন্তু এখনো মূল অভিযুক্ত বাবুল মিয়াকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।


     এই বিভাগের আরো খবর