,

হবিগঞ্জে প্রবাসীর কোটি টাকা হাতিয়ে নেয়ার মামলায় দুই সহোদর কারাগারে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগরে এক প্রবাসীর প্রায় কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে দুই সহোদরকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। গত বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে দুই সহোদর জামিন আবেদন করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। তারা হল শায়েস্তানগর এলাকার ইতালি হাউজের বাসিন্দা মৃত আব্দুল খালেক ওরফে ছেনু মিয়ার পুত্র মুখলেছুর রহমান তনু (৪৫) ও আবিদুর রহমান ইমন (৩৩)। মামলার বিবরণে জানা যায়, কুমিল্লা সদরের মুগুলটুলি গ্রামের বেলজিয়াম প্রবাসি অসীম উদ্দিন সরকারসহ তার পরিবারের লোককে ইতালি পাঠানোর নামে প্রতারণার মাধ্যমে প্রায় ১ কোটি টাকা হাতিয়ে নেয় আসামীরা। কিন্তু তাদেরকে ইতালি না পাঠিয়ে প্রতারণা শুরু করলে বিষয়টি অসীম উদ্দিন সরকার তার শ্বশুর আইনজীবি সমিতির সাবেক সভাপতি এডভোকেট মনোয়ার আলীকে জানালে তিনিসহ মুরব্বীয়ানরা সদর উপজেলা চেয়ারম্যান আহমুদুল হকের উপস্থিতিতে সালিশ বৈঠকে বসেন। উক্ত সালিশ বৈঠকে টাকা নেয়ার কথা স্বীকার করেন আসামীরা। এমনকি কিছুদিনের মধ্যে টাকা ফেরত দিবে বলে মুরব্বীদের আশ্বস্থ করেন। পরে তারা টাকা না দিয়ে সময় কর্তন করতে থাকে। এক পর্যায়ে তারা ওই টাকা দিয়ে শহরে একটি বাসা নির্মাণ করে। শুধু তাই নয়, তারা বিদেশে পাঠানোর নামে অনেকেরই সাথে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার অসংখ্য অভিযোগ উঠেছে। ওই মামলার অন্য আসামীরা হলেন মুহিবুর রহমান রিপন ও আহমেদ সুহেল। তারা পলাতক রয়েছে। বাদি তার আরজিতে আরো উল্লেখ করেন আসামীরা নারী পাচারকারী, নারীলোভী ও প্রতারণাসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত রয়েছে। দুই সহোদর কারাগারে যাওয়ার খবর শুনে অনেক পাওনাদার তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।


     এই বিভাগের আরো খবর