,

নবীগঞ্জে বাস দূর্ঘটনায় নিহত ৩ জনের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে নোয়াগাঁও গ্রামের মৃত আছদ্দর আলীর ছোট ছেলে মোঃ কপিল উদ্দিন (২৪) দাফন সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ৮ টা ৫০ মিনিটের সময় সিলেট থেকে ছেড়ে আসা হবিগঞ্জগামী হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস বিরতিহীন পরিবহন যার নং (ঢাকা মেট্রো ব-১১- ০৬৮৬) যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী জমিতে পড়ে ধুমরে মুছরে যায়। ঘটনার স্থান থেকে কপিল উদ্দিনকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। কপিল উদ্দিনের মরার খবর আসার পর অত্র এলাকায় শোকের ছায়া নেমে আসে। সকলের মুখে মুখে শোনা যায় কপিল উদ্দিনের নাম। গত বৃহস্পতিবার তার বাড়িতে লাশ আসার পর থেকে দেখতে এলাকার মানুষ জড়ো হতে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি আপলোড করে সমবেদনা জানান ও দোয়া চান সকলের কাছে সকল বন্ধু বান্ধব ও আতœীয় স্বজনরা। মরহুমের জানাযার নামাজ গতকাল সকাল শুক্রবার সকাল ১০ টার সময় নোয়াগাঁও গ্রামের ফুটবল মাঠে সম্পন্ন হয়েছে। মাঠে অনুষ্ঠিত এ জানাযায় শোকার্ত জনতার ঢল নামে। কপিল উদ্দিনের অকাল মৃত্যুতে শোকে শোকাহত হয়ে যায় রানীগঞ্জ ইউনিয়নের সর্বস্তরের মানুষ। এ সময় সন্তানহারা মাতা ও বড় ভাই আক্কাছ আলী সহ স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ। সকালে হাজার খানের মানুষের সমাগমে কানায় কানায় পূর্ণ হয়ে যায় নোয়াগাঁও গ্রামের ফুটবল মাঠ। সকাল থেকে জড়ো হতে থাকে তার সাথে লেখাপড়া করা শিক্ষার্থী সহ বন্ধু বান্ধবসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অপর দিকে ওই দূর্ঘটনায় নিহত অপর লাখাই উপজেলার মা ও ছেলের দাফন সম্পন্ন হয়েছে বলেও জানা গেছে।


     এই বিভাগের আরো খবর