,

আমার এমপি ডটকমের চেয়ারম্যান সুশান্তের হবিগঞ্জ থানায় মামলা দায়ের

হবিগঞ্জ প্রতিনিধি ॥ অবশেষে আমার এমপি ডটকমের চেয়ারম্যান সুশান্ত দাশ গুপ্তের মামলাটি রেকর্ড করেছে হবিগঞ্জ থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে ৬ ব্যক্তির নাম উল্লেখ করে মামলাটি রেকর্ড করা হয়। মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন হবিগঞ্জ পৌরসভার হরিপুর গ্রামের বাসিন্দা কাঞ্চন বণিকের ছেলে শ্যামল বণিক ওরফে বাঘা (৪০), একই পৌরসভার চিড়াকান্দি গ্রামের বাসিন্দা বিজন রায়ের ছেলে বিপ্লব রায় বিল্লু (৩৫), বেনু রায়ের ছেলে বিভাকর রায় বাপ্পি, শ্মশানঘাট এলাকার বাসিন্দা এস. ডি. জি রাহুল (২৫), নাতিরপুর গ্রামের বাসিন্দা কৌশিক আচর্য্য পায়েল (২৪) ও ঘাটিয়া গ্রামের বাসিন্দা অনিল চন্দ্র দাশের ছেলে অলক দাশ (৩০)। স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার সুশান্ত দাসগুপ্তের বাসার সামনে এসে রাহুল নামের ব্যক্তি তাকে হুমকি দেয়। এ ঘটনার পর বৃহস্পতিবার সকালে সুশান্ত হবিগঞ্জ সদর থানায় অভিযোগ দাখিল করতে যান। এ সময় রাহুল থানায় অবস্থান করছিল। তবে সুশান্ত দাশগুপ্তকে থানায় দেখে রাহুল তার দলবল নিয়ে আসেন। তখন পুলিশ তাকে অভিযোগ না করে সাধারণ ডায়েরি করার পরামর্শ দেয়। তবে বিষয়টি জানতে বিকাল ৪টার দিকে হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ ইয়াসিনুল হকের সঙ্গে যোগাযোগ করা হয়। এ সময় তিনি অবরুদ্ধের বিষয়টি সঠিক নয় বলে দাবি করে বলেছিলেন, “যদি আপনাকে কেউ বলে থাকে যে সুশান্ত দাশকে অবরুদ্ধ করা হয়েছে তাহলে বলেন যে, ওসি সাহেব বলছে, এ কথা ঠিক না।” যুবলীগ ও ছাত্রলীগ নেতারা থানা ঘেরাও করেছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, “এটাও সঠিক নয়।” এদিকে বিকেল সাড়ে ৩টার দিকে ‘আমার এমপি ডট কম’র চেয়ারম্যান সুশান্ত দাশগুপ্তের নিজের ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে নিজেকে অবরুদ্ধ রাখার হয়েছে বলে জানিয়েছিলেন। তবে মামলা রেকর্ড হওয়ার পর সুশান্ত দাশগুপ্ত ফের ফেসবুকে আরেকটি স্ট্যাটাস দেন। এতে তিনি বলেন, মামলাটি গ্রহণ করা হয়েছে। থানা থেকে নিরাপদে তিনি বের হয়ে এসেছেন।


     এই বিভাগের আরো খবর