,

মাধবপুরের তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধাদের নানা আয়োজন

মাধবপুর প্রতিনিধি ॥ ১৯৭১ সালে ৪ এপ্রিল মাধবপুর উপজেলায় ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী তেলিয়াপাড়া চা বাগান ব্যবস্থাপক বাংলোতে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সেক্টর বন্টন, অস্ত্রের যোগান, আন্তর্জাতিক সমর্থন সহ গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হয়। কিন্তু রাজনৈতিক কারণে আজ পর্যন্ত ঐতিহাসিক এ সভাকে এখন পর্যন্ত জাতীয়ভাবে ঘোষণা করা হয়নি। ম্যানেজার বাংলোকে মুক্তিযুদ্ধের স্মৃতি জাদুঘর, ঐতিহাসিক নতুন প্রজন্মের সংরক্ষণের জন্য দাবি করা হলেও আজ পর্যন্ত এ দাবি পূরণ হয়নি। এ নিয়ে স্থানীয় মুক্তিযোদ্ধাদের মধ্যে রয়েছে ক্ষোভ। প্রতি বৎসর ৪ এপ্রিল হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ বছরও এ দিনটিকে জাতীয়ভাবে তেলিয়াপাড়া দিবস হিসেবে ঘোষণার দাবিতে নানা অনুষ্ঠান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এড. মোহাম্মদ আলী পাঠান বলেন, এবার অনুষ্ঠানে আলোচনা সভায় ৩নং সেক্টর কমান্ডার তেলিয়াপাড়া স্মৃতি সৌধের প্রতিষ্ঠাতা সাবেক সেনা প্রধান মেজর জেনারেল কেএম শফিউল্লাহ, মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ডের সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল হেলাল মোরশেদ খান, মুক্তিযুদ্ধ সংসদ বিষয়ক চেয়ারম্যান ক্যান্টেন তাজ, সংসদ সদস্য এড. আবু জাহির, সংসদ সদস্য আব্দুল মজিদ খান, সংসদ সদস্য এড. মাহবুব আলী, জেলা প্রশাসক মাহমুদুল করিম মুরাদ, সাবেক জিআইজি মকবুল হোসেন, পুলিশ সুপার বিধান কুমার ত্রিপুরাসহ পার্শ্ববর্তী জেলা উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার, ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা পরিবার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।


     এই বিভাগের আরো খবর