,

দেশকে এগিয়ে নিতে নতুন প্রজন্মকে মানব সম্পদে পরিণত হতে হবে -বড়ইউড়ির জনসভায় এমপি মজিদ খান

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার বড়ইউড়ি বিজিএম উচ্চ বিদ্যালয়ের ৬০ লক্ষ টাকা ব্যয়ে নবনির্বাচিত একাডেমিক ভবন উদ্বোধন করেছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান। গতকাল রবিবার দুপুরে স্থানীয় আওয়ামীলী লীগ নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন এবং সরকারি কর্মকর্তাদের সাথে নিয়ে এই ভবনের উদ্বোধন করেন। পরে তিনি এলাকার অন্তত ৪ হাজার লোকের অংশগ্রহনে আয়োজিত জনসভায় বক্তৃতা করেন। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকার শিক্ষা বান্ধব সরকার এ সরকার মানুষের জীবন মান উন্নয়নে লক্ষ্যে কাজ করে যাচ্ছে, সরকার চাচ্ছে মানব সম্পদ উন্নয়ন, মানব সম্পদ উন্নয়ন হলে দেশের উন্নতি হবে, মানব সম্পদ উন্নয়ন করতে হলে নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে, সে জন্য সরকার সবরকম সহায়তা প্রদান করছে সরকার। পহেলা এপ্রিল রোজ রবিবার বিকেলে বিজিএম উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। বিজিএম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তারা মিয়ার সভাপতিত্বে ও প্রধান শিক্ষক বদরুল আলমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ নেতা সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান খান, খাগাউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ শওকত আরেফিন সেলিম, বড়ইউড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাওসার শুকুরনা, জনাব আলী কলেজের সাবেক ভিপি শাহ নেওয়াজ ফুল মিয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আশরাফ সোহেল সাধারণ সম্পাদক আবু আশরাফ চৌধুরী বাবু, উপজেলা ছাত্রলীগের সভাপতি এ জেড এম উজ্জ্বল, সাধারণ সম্পাদক রফিকুল আলম চৌধুরী রিপন, আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আরজু মিয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল মোছাব্বির তালুকদার, ডাঃ শফি উদ্দিন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আনছার মিয়া, অর্থ সম্পাদক আজিজুর রহমান খেলু, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফরিদ আহমেদ, বিজিএম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আব্দুল হান্নান চৌধুরী, বিশিষ্ট মুরব্বি বাজার কমিটির সভাপতি সাবেক মেম্বার লেচু মিয়া, বিশিষ্ট মুরব্বি নজিবুর রহমান চৌধুরী, জামির বক্স, জাহের মিয়া, তারা মিয়া চৌধুরী, আওয়ামী লীগ নেতা আবু ছালেক, মাহবুব মিয়া, মঞ্জু মিয়া, হেলাল মিয়া প্রমুখ।


     এই বিভাগের আরো খবর