,

বাহুবলের করাঙ্গী ব্রীজটি যেন মরণ ফাঁদ যে কোনো সময় ধ্বসে পড়ার আশঙ্কা

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলা সদরে অবস্থিত করাঙ্গী নদীর উপর প্রাচীন কালে নির্মিত করাঙ্গী ব্রীজটি মরন ফাঁদে পরিনত হয়েছে, যে কোনো সময় ধ্বসে পড়ার আশঙ্কা রয়েছে। জানা যায়, বাহুবল উপজেলার ছোট বড় ব্যাবসায়িদের  ব্যবসার একটি প্রসিদ্ধ স্থান হচ্ছে বাহুবল বাজার। এখানে ব্যবসায়িক প্রয়োজনে প্রতিদিন হাজার হাজার লোক যাতায়াত করে থাকেন। এছাড়া উপজেলা পরিষদ, বাহুবল মডেল থানা সহ সকল সরকারী অফিস এখানে থাকায় প্রতিদিন বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ আসা যাওয়া করে থাকেন। এছাড়া ব্যবসায়িরা তাদের মালামাল বহন করার জন্য প্রতিদিন বিভিন্ন ট্রাক- ট্রাক্টর সহ বিভিন্ন যান বাহন ব্যবহার করে থাকেন, কিন্ত গত কয়েক বছর যাবৎ করাঙ্গী নদীর উপর নির্মিত প্রাচীন করাঙ্গী ব্রীজটি জরাজীর্ণ হয়ে পড়ায় ঝুকি নিয়ে লোকজন যাতায়াত করে থাকেন। একাধীক বার স্থানীয় জন প্রতিনিধি ও সরকারী কর্মকর্তাদের সাথে এ ব্রীজটি সংস্কার করা নিয়ে তাগীদ দিলেও কোনো প্রতিকার হয়নি। যে কোনো সময় ব্রীজটি ধ্বসে পড়লে এলাকার জন সাধারণ ও ব্যবসায়িদের ব্যবসায় মারাতœক ক্ষতি সাধিত হবে। সম্প্রতি বাহুবল মডেল প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ওই ব্রীজটি নিয়ে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জসিম উদ্দিনের সাথে আলাপ করলে, তিনি খুব তাড়া তাড়ি ব্রীজটি পূনঃ সংস্কারের চেষ্টা করবেন বলে জানিয়েছেন। তাই জনবহুল এলাকায় অবস্থিত করাঙ্গী ব্রীজটি সংস্কার করে এলাকা বাসির দুর্ভোগ লাঘবে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছের বাহুবল বাসি।


     এই বিভাগের আরো খবর