,

আজমিরীগঞ্জে জলসুখা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ঔষধ ও যন্ত্র সামগ্রী বিতরণ

স্টাফ রির্পোটার ॥ মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা চলমান রাখার লক্ষ্যে আজমীরিগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়ন পরিষদ বার্ষিক মা ও নবজাতকের স্বাস্থ্য খাতের বাজেট হতে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের জন্য বিপুল পরিমাণ ঔষধ ও যন্ত্র সামগ্রী প্রদান করেছে। এর মধ্যে গর্ভবতী মায়েদের জন্য বিপি মেশিন, ওজন মাপার মেশিন, মিসোপ্রষ্টল ট্যাবলেট এবং নবজাতকের জন্য কোরহেক্সিডিনসহ প্রায় ২৫ হাজার টাকার অন্যান্য সামগ্রী রয়েছে। গতকাল মঙ্গলবার স্থানীয় জলসুখা ইউনিয়ন পরিষদ হলরুমে চেয়ারম্যান ফয়েজ আহমেদ খেলু উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ফারুক আহমদের কাছে হস্তান্তর করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সচিব স্বপ্না রাণী রায়, ইউপি সদস্য রাজিয়া খাতুন, পরিবার পরিকল্পনা পরিদর্শক হাবিবুর রহমান, সিএইচসিপি রাশিনা আক্তার, মামনি এইচএসএস প্রকল্পের উপজেলা ফেসিলিটেটর কিউ আই হারুনুর রশিদ, এফএসও রাজু আহমেদ, প্যরামেডিক নাজমীন নাহার নাজুসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।


     এই বিভাগের আরো খবর