,

দুই বন্ধুর এক সন্তান! পিতৃ অধিকার নিয়ে মামলা হবিগঞ্জ কোর্ট প্রঙ্গনে সংঘর্ষ

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরের আদালত পাড়ায় এক নিষ্পাপ পিতৃ অধিকার নিয়ে দুই ব্যক্তির মধ্যে টানা টানি শুরু হয়েছে। গতকাল সোমবার দুপুরে আদালতপাড়ায় এ ঘটনাটি ঘটে। জানা যায়, রাজবাড়ি জেলা সদরের সাবানপুর গ্রামের আজিম উল্লার সাথে পরিচয় হয় হবিগঞ্জ সদর উপজেলার জালালাবাদ গ্রামের কুতুব আলীর। ঢাকার মিরপুরের একটি গার্মেন্টেসে থাকার সুবাদে তাদের মধ্যে বন্ধুত্বের সর্ম্পক গড়ে উঠে। দুই বন্ধু মিলে ওই এলাকায় একটি বাসা ভাড়া নেয়। আজিম তার স্ত্রী মৌসুমীকে রাজবাড়ি থেকে ঢাকার বাসায় নিয়ে আসে। সেখানে কিছুদিন বসবাস করার পর আজিমের স্ত্রী একটি সন্তান জন্ম দেয়। যার নাম রাখা হয় মিশন আলী। এর কিছুদিন পর জীবিকার তাগিদে শিশু সন্তান রেখে মৌসুমী (২৫) দুবাই চলে যায়। এদিকে আজিমের বন্ধু কুতুব আলী শিশু মিশন আলীকে নিয়ে হবিগঞ্জ চলে আসে। আজিম উল্লা তার শিশুপুত্র ফেরত পেতে কোর্টে মামলা করলে পুলিশ গতকাল ওই শিশুকে উদ্ধার করে আজিমের জিম্মায় দেয়। শিশুকে নিয়ে গতকাল আজিম কোর্টে আসলে কুতুবের সাথে বাকবিতন্ডা হয়। কুতুব জানায়, ওই শিশু তার। মৌসুমী তারও স্ত্রী। কুতুবের এমন কথায় হতবাক হয় আজিম উল্লা। এক পর্যায়ে দু’জনের মাঝে মারামারির ঘটনা ঘটে। পরে পুলিশ ওই দুব্যক্তিকে কোর্টে নিয়ে গেলে ম্যাজিস্ট্রেট সেজুতি ধর শিশুটিকে আজিম উল্লার জিম্মায় দেন।


     এই বিভাগের আরো খবর