,

নবীগঞ্জে অমৎস্যজীবীদের মৎস্যজীবী কার্ড বাতিলের দাবী

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে উপজেলা মৎস্য কর্মকর্তাকে ভূয়া তথ্য দিয়ে অমৎস্যজীবীদের মৎস্যজীবী বানিয়ে ভূয়া কার্ড করার সুপারিশ করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার করগাঁও ইউনিয়নের কমলাপুর গ্রামে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে এ অভিযোগ উঠে। এ ব্যাপারে জেলা প্রশাসক, জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গত ১৫ এপ্রিল উপজেলার জলপান্ডব মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মোঃ সাহাব উদ্দিন, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবীলীগের নবীগঞ্জ পৌর শাখার সভাপতি মোঃ রফিক মিয়া এবং বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী সমিতি নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ নুরুল আমিনের দায়েরকৃত পৃথক অভিযোগে উল্লেখ করা হয়, উপজেলার কমলাপুর গ্রামের কৃষ্ণকান্ত কর, নরেন্দ্র দাশ, বেনু কর, শচীন্দ্র বাদ্যকর, লক্ষী কর, রিপতি শব্দকর, রেবা কর, রেবা রানী কর, ঝরনা শব্দকর, স্বপ্না কর, কিরন রানী কর, পবিত্র কর, আরতি রানী শব্দকর, অখিল শব্দকর, সুজিত কর, অরুন কর, নিখিল কর, মনোরঞ্জন কর, কুলেন্দ্র কর, পুলিন্দ্র কর, শ্রীধাম কর, মতিলাল কর, প্রবীর কর, সুরেন্দ্র শব্দকর ও জগাই কর অমৎজীবী হলেও উপজেলা মৎস্য কর্মকর্তাকে ভূয়া তথ্য দিয়ে তাদেরকে মৎস্যজীবী বানিয়ে ভূয়া কার্ড করার সুপারিশ করা হয়েছে। যা প্রকৃত মৎস্যজীবীদের জীবন জীবিকার ক্ষতির কারণ। এর মাধ্যমে প্রকৃত মৎস্যজীবীদের তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। অভিযোগে রাজলী সমবায় সমিতি লিঃ এর উল্লেখিত অমৎস্যজীবী ব্যক্তিদের কার্ড বাতিল করার আবেদন জানানো হয়েছে। এছাড়া করগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ ছাঈম উদ্দিন গত ৮ এপ্রিল প্রদত্ত এক প্রত্যয়নপত্রে উল্লেখ করেছেন উল্লেখিত ব্যক্তিরা বংশ পরম্পরায় শব্দকর হিসাবে জীবন জীবিকা নির্বাহ করে আসছেন। প্রকৃতপক্ষে তারা পেশায় মৎস্যজীবী নয়। এদিকে, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবীলীগের নবীগঞ্জ পৌর শাখার সভাপতি মোঃ রফিক মিয়া ও বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী সমিতি নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ নুরুল আমিন জানিয়েছেন, অমৎস্যজীবীদের মৎস্যজীবী কার্ড প্রদানের সুপারিশ করায় প্রকৃত মৎস্যজীবীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। মৎস্যজীবীরা জীবন জীবিকার অনিশ্চয়তার মধ্যে দিনাতিপাত করছেন। যদি অমৎস্যজীবীদের কার্ড বাতিল না করা হয় তাহলে আন্দোলন গড়ে তোলে মৎস্যজীবীদের অধিকার প্রতিষ্ঠা করা হবে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্ভে উল্লেখিত অমৎস্যজীবীদের মৎস্যজীবী কার্ড প্রদানের বিষয়টি তদন্ত করে তাদের কার্ড বাতিলের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য জোর দাবী জানান।


     এই বিভাগের আরো খবর