,

ভ্যালেন্টাইনে রেড লিপস ॥

কাগজ অনলাইন ডেস্ক: ঠোঁট রাঙাতে লিপস্টিকের কোনো বিকল্প নেই। আর তা যদি হয় ভ্যালেন্টাইনের জন্য তবে তো কথাই নেই। ভালোবাসার লাল রঙের আভা প্রকাশ পাবে আপনার ঠোঁটে। লাল লিপস্টিক কম বেশি অনেকেই ব্যবহার করে থাকেন, তবে অনেকেই হয়তো পারফেক্ট লাল রঙটা আনতে পারছেন না। জেনে নিন কীভাবে পেতে পারেন পারফেক্ট ভ্যালেন্টাইন রেড লিপস। তবে তারও আগে জেনে নিন বিশ্বের সেরা কিছু লাল লিপস্টিকের ব্র্যান্ড সম্পর্কে। ১. ম্যাক কসমেকিক্স লিপস্টিকের রাশিয়ান রেড: বিশ্বসেরা ব্র্যান্ডের মধ্যে অন্যতম এটি । ম্যাকের এই লিপস্টিকের বিশেষ গুন হল, এটি ঠোঁটে ভিন্নতর লুক দেয়। ২. রেভলন জাস্ট বিটেন কিসেবল বাম স্টেইনের রোমান্টিক: রেভলন কোম্পানির এই লিপস্টিকটি হালকা লালচে শেডের। যারা টকটকে লাল পছন্দ করেন না, তাদের জন্য এটি পারফেক্ট। ৩. ইএলএফ কসমেকিক্স এসেনশিয়াল লিপস্টিক ইন ফিয়ারলেস: সফট লিপস্টিক যারা পছন্দ করেন, এটি তাদের জন্য। এটি আপনার ঠোঁটকে মখমলের মত নমনীয় করে তুলবে ও চকচকে দেখাবে। ৪. ববি ব্রাউন ক্রিমি ম্যাট লিপ কালার এর রেড কার্পেট: এটি ক্রিমি মনে বলেও নির্দিষ্ট সময় পর ম্যাট হয়ে যায়। এর বিশেষত্ব হল, এটি লাগানোর পর থেকে ৮ ঘণ্টা পর্যন্ত ছড়াবে। সঠিকভাবে লাল লিপস্টিকে ঠোঁট সাজাতে: * ঠোঁট নরম করার জন্য একটি স্ক্যাব। এজন্য পেট্রোলিয়াম ও চিনি মিশিয়ে স্ক্যাব বানাতে পারেন। * একটি ভালো লাল রঙের লিপলাইনার। * একটি লিপস্টিক ব্রাশ। * একটি টিস্যু পেপার বা একটি নরম কাপড়। * একটি ভালো ব্র্যান্ডের লাল লিপস্টিক। প্রথমে স্ক্যাব দিয়ে ঠোঁট হালকাভাবে ঘষে মরা ও শুকনো কোষগুলো দূর করুন। এরপর ঠোঁট শুকিয়ে লিপলাইনার দিয়ে ঠোঁট এঁকে নিন। এবার ব্রাশ দিয়ে লিপস্টিক নিয়ে ঠোঁটে লাগিয়ে নিন। এরপর টিস্যু পেপার ঠোঁটে চেপে ধরুন।আবার লিপস্টিক লাগান। আবার টিস্যু পেপার দিয়ে ঠোঁট চেপে ধরুন, যাতে বাড়তি লিপস্টিক শুষে নেয়। এভাবে বেশ কয়েকবার করুন। তাহলে অনেক সময় ধরে লিপস্টিক থাকবে।


     এই বিভাগের আরো খবর