,

সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রথম ধাপ ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেওয়া -বানিয়াচংয়ে এমপি আব্দুল মজিদ খান

বানিয়াচং প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খান এমপি বলেছেন, বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রথম ধাপ ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেওয়া। আমি জননেত্রী শেখ হাসিনার কর্মী হিসেবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে আপনাদের জীবন মান উন্নয়নে জন্যে কাজ করে যাচ্ছি । হাওর এলাকার জনগণ যুগের পর যুগ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। অনেক সরকার এবং জনপ্রতিনিধি আসলেও তাদের ভাগ্যের পরিবর্তন হয়নি কোনদিন। একমাত্র আওয়ামী লীগ সরকার মতায় এলেই হাওর এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটে। গত মঙ্গলবার বিকাল ৩টায় বানিয়াচং উপজেলার কাগপাশা ইউনিয়নের কাগপাশা লাউড়াকান্দি, ইছবপুর কান্দিপাড়া গ্রামের বিদ্যুতায়ন উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন বিশিষ্ট মরুব্বি আব্দুল মালিক চৌধুরীর সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা মহিবুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ আবু জাফর, জেলা পরিষদের সদস্য মনির হোসেন খান, কাগপাশা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ এরশাদ আলী। এ ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন , উপজেলা ছাত্রলীগের সভাপতি এ জেড এম উজ্জ্বল, সাধারণ সম্পাদক রফিকুল আলম চৌধুরী রিপন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোপিকা রঞ্জন রায় ঝন্টু, ইউনিয়ন যুবলীগের সভাপতি জুনাব আলী, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম আহমেদ সোহান প্রমুখ।


     এই বিভাগের আরো খবর