,

নবীগঞ্জে ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারী ভুমি দখল, প্রকল্প ও রাস্তার টাকা আত্মসাতের অভিযোগ

শাহ সুলতান আহমেদ ॥ নবীগঞ্জ উপজেলায় সরকারী ভূমি দখল করে গৃহ নির্মাণ করে মাসিক ভাড়া আদায়, সৌর বিদ্যুৎ ও প্রকল্পের টাকা আত্মসাত এর অভিযোগ এনে ইউপি সদস্য  মোঃ মিজানুর রহমানের বিরুদ্ধে গতকাল বুধবার বিকেল নবীগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার বরাবর অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগ দিয়েছেন গুমগুমিয়া গ্রামের মোঃ তছর উদ্দিনের পুত্র মোস্তাহিদ আহমেদ। অভিযোগে তিনি উল্লেখ করেন, ওই উপজেলার করগাঁও ইউনিয়নের গুমগুমিয়া গ্রামের ইউপি সদস্য মৃত আব্দুল করিম মিয়ার পুত্র মোঃ মিজানুর রহমান গুমগুমিয়া মৌজাস্থ সরকার বাহাদুরের খাস খতিয়ানের ৩৮৭০ দাগের ভূমি দখল করে গৃহনির্মাণ করে প্রতিমাসে পাচঁ হাজার টাকা ভাড়া আদায় করছেন। অপরদিকে তিনি সরকারের দুটি প্রকল্প যেমন গুমগুমিয়া জামিনি সড়কের মাটি ভরাটের কাজ ওই গ্রামের হেলাল মিয়ার জমি হতে আব্দুল মুকিতের জমি পর্যন্ত রাস্তার মাটি ভরাট ও সৌর বিদ্যুত প্রকল্পের দুই লক্ষ সাতান্নব্বই হাজার টাকার কাজ না করে আত্মসাত করেছেন। ওই রাস্তা দিয়ে বৃষ্টির দিনে কাদা ভেঙ্গে চলাচল করেন জনগণ। এমনকি অসহায় লোকজন আজ পর্যন্ত বিদ্যুত পাননি। অপরদিকে ওই গ্রামের উত্তর জামে মসজিদ হতে নুরুল হক মিয়ার বাড়ী পর্যন্ত রাস্তায় মাটি ভরাট কাজ প্রকল্প ২০১৬-২০১৭ অর্থ বছরের বরাদ্ধের দুই লক্ষ আটাননব্বই হাজার টাকার কাজ না করে ওই টাকাও আত্মসাত করেন। ওই গ্রামের জনসাধারনের উন্নয়নের জন্য যাতে পুনরায় কাজ হয় এই অভিযোগ এনে গতকাল বুধবার গুমগুমিয়া গ্রামের মোস্তাহিদ আহমেদ পৃথক অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে ইউপি সদস্য মিজানুর রহমানের সাথে মোবাইল ফোনে যোগাযোগের করা হলে তিনি বলেন আব্দুল মতিন নামের লোকের কাছ থেকে ১ লক্ষ টাকা দিয়ে ভূমি ক্রয় করে ঘর নির্মাণ করেছেন। প্রকল্পের টাকা আত্মসাতের বিষয়ে তিনি বলেন কোন অনিয়ম হয়নি।


     এই বিভাগের আরো খবর