,

স্কুল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি এড. কেয়া চৌধুরী

স্টাফ রিপোর্টার ॥ ১ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে বাহুবল উপজেলার স্নানঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন এমপি কেয়া চৌধুরী। গত বুধবার তৃণমূল লোকজনকে সাথে নিয়ে এমপি কেয়া চৌধুরী এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে তিনি উদ্বোধন করেন একই উপজেলার পাহাড়ি এলাকাখ্যাত রূপাইছড়া রাবার বাগান এলাকার ২৭টি পরিবারের মধ্যে বিদ্যুৎ সংযোগ। এসব উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি কেয়া চৌধুরী বলেন, বিদ্যুৎ জননেত্রী শেখ হাসিনার উপহার। বরাদ্দ নিয়ে আসছি। লাইন নির্মাণ হচ্ছে। সবাইকে সাথে নিয়ে উদ্বোধন করছি। পর্যায়ক্রমে বাহুবল-নবীগঞ্জের স্থানে স্থানে বিদ্যুতের আলো জ্বলে উঠছে। কেউ নিরাশ হবেন না। বিদ্যুৎ নিয়ে আসছি। তিনি বলেন, ঘরে ঘরে বিদ্যুতের আলোয় আলোকিত হচ্ছে। একইভাবে বরাদ্দ নিয়ে এসে ব্রিজ, রাস্তা, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠাসহ বঞ্চিত স্থানে জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন পৌঁছাচ্ছি। তিনি বলেন, উন্নয়নের ধারাবাহিকতায় নেত্রীর কাছ থেকে ১ কোটি ১৬ লাখ টাকা নিয়ে এসেছি। এ টাকায় স্নানঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নতুন একটি ভবন করে দিচ্ছি। আপনাদের সাথে রেখে এভাবে উন্নয়ন কাজ করে যাচ্ছি। তাই উন্নয়নের ধারা বজায় রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিতে তিনি সবার প্রতি জোরালো আহবান রাখেন। এ প্রেক্ষিতে উপস্থিত তৃণমূলের লোকজন হাত তুলে নৌকায় ভোট দেওয়ার প্রতিজ্ঞা করেন। সেই সাথে তারা এ স্কুলের নতুন ভবনটি স্নানঘাটের কৃতি সন্তান মাটি মানুষের নেতা মরহুম বীর মুক্তিযোদ্ধা কমানডেন্ট মানিক চৌধুরীর নামে নামকরণ করার দাবী জানান। এসব অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক অনুপ কুমার দেব মনা, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফরিদ মিয়া তালুকদার, সদস্য মোঃ আব্দুল মুছাব্বির শাহিন, যুবলীগের আহবায়ক অলিউর রহমান অলি, যুগ্ম-আহবায়ক মোশাহিদ আলী, মডেল প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি লেদু মিয়া, সাধারণ সম্পাদক মোস্তফা চৌধুরী ফুল মিয়া, সিনিয়র সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, রাকেশ চন্দ্র দাস, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রঙ্গু মিয়া, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জিতু মিয়া, সাধারণ সম্পাদক আওয়াল মিয়া, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল গনি, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আমজত উল্লা, সাধারণ সম্পাদক সামছু মিয়া, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সুভাষ দাশ, বীর মুক্তিযোদ্ধা এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা রাজা মিয়া, সন্তান কমান্ড আহবায়ক শামিনুর রহমান শামীম, যুবলীগ নেতা ফজল মিয়া, আজাদ মিয়া, পারুল মিয়া, জেলা ছাত্রলীগ নেতা আলাউদ্দিন আহমেদ প্রমূখ।


     এই বিভাগের আরো খবর