,

নবীগঞ্জে সৎ ভাইয়ের সাথে স্বত্ব মামলা নোটিশ প্রাপ্তির ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর আদেশ

সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের নিজ আগনা গ্রামের মৃত সুজাত  মিয়ার পুত্র আঃ আউয়াল মেয়ে সইফা খাতুন, সুফিয়া খাতুন তাদের সৎ ভাই মৃত আঃ হকের পুত্র নজরুল ইসলাম, মেয়ে আশেরা বেগম, ইনাতগঞ্জ ইউনিয়নের কাদমা গ্রামের হাজ্বি কাচা মিয়ার কন্যা সেবা বেগম ও নবীগঞ্জ সাবরেজিষ্টারকে বিবাদী করে  হবিগঞ্জ সহকারী জজ আদালতে গত ৮ই
এপ্রিল একটি স্বত্ব মামলা দায়ের করেন। মামলা বিবরণে জানাযায়, উল্লেখিত গ্রামের মৃত সুজাত মিয়া দুই সংসারের ওয়ারিশনা এজমালীতে সম্পত্তি ভোগ দখল করিয়া আসছিলেন। আঃ হক পরিবারের বড় সন্তান হওয়ার সুবাধে পরিবারের সকল সম্পত্তি তিনি নিজ হেফাজতে রেখে দেখাশুনা করতেন। নালিশা ভূমি আঃ আউয়াল গংদের মধ্যে কোন প্রকার বৈধ বাটোয়ারা হয় নাই। আঃ হক বেআইনীভাবে নালিশা ভূমি তার নামে আর এস খতিয়ানে রেকর্ড করিয়া নেন। সুজাত উল্লার উত্তরাধিকার হিসাবে তার সম্পত্তিতে আঃ হক ৯.৩৩ শতক, আঃ আউয়াল ৯.৩৩ ছইফা খাতুন ৪.৬৭ সুফিয়া খাতুন ৪.৬৭ শতক পরিমান ভূমির মালিক ও দখলদার হন বটে। বাদী পক্ষের অজান্তেই আঃ হক সকল সম্পত্তি রেকর্ড করিয়া নেন। এই সময় ঘটনা জানতে পেরে আঃ আউয়াল গংরা তাদের উত্তরাধীকারী সূত্রে পাওয়া নিম্বে তফসিল বর্ণিত মৌজা নিজ আগনা, জে, এল নং ১৫, এস এ খতিয়ান নং ৩৭৬, আর এস খতিয়ান নং ৬৪৭, এস এ দাগ নং ২৯৬, আর এস দাগ ৩৪৩ মোয়াজি ৩ শতক পুকুর রকম ভূমি, এস এ দাগ ২৯৫, আর এস ৩৪৪ মোয়াজী ১১ শতক চারা রকম ভূমি, এস এ ২৯৩, আর এস ৩৪৬ মোয়াজী ৩ শতক বাড়ী রকম ভূমি, এস.এ ২৯২, আর এস ৩৪৭, মোয়াজী ১১ শতক বাড়ী রকম ভূমি মোট মোয়াজী ২৮ শতক বাড়ী, পুকুর, চারা রকম ভূুমিতে সহকারী জজ আদালতে সম্পত্তির উপর একটি স্বস্ত মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে গত ১৮ এপ্রিল  মামলার ৩নং বিবাদী  সেবা  বেগম ও ৪নং নবীগঞ্জ সাব রেজিস্ট্রারকে নোটিশ প্রাপ্তির ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর আদেশ প্রদান করেন।


     এই বিভাগের আরো খবর