,

জগন্নাথপুরে ডাকাতির প্রস্তুতির সময় ৬ ডাকাত গ্রেফতার

জগন্নাথপুর প্রতিনিধি ॥ সুনামগঞ্জের জগন্নাথপুরে ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্র সহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছেন থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার চক তিলক গ্রামের ছেলে মৃত ইয়াছিন উল্লাহ ছেলে মানিক মিয়া (৪৯), পশ্চিম তিলক গ্রামের খুর্শেদ মিয়ার ছেলে ছালিক মিয়া (২৭), পাঠকুড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে জুনু মিয়া (৩২), বুরাইয়া গ্রামের ঠাকুরধন মিয়ার ছেলে জাহাঙ্গীর হোসেন (৩০), শাহারপাড়া (মিরপুর) গ্রামের মিয়াধন মিয়ার ছেলে আলমগীর হোসেন (২৭),শাহারপাড়া (নারায়নপুর) গ্রামের আসক আলী ছেলে দুলাল মিয়া (২৮)। জগন্নাথপুর থানার পুলিশ সূত্রে জানা যায়, থানার এসআই মো.লুৎফুর রহমান সঙ্গীয় অফিসার এসআই গোলাম মূর্শেদ ফাত্তাহ চৌধুরী, এএসআই মো.মোশাহিদ মিয়া, এসআই তপন দেব, এএসআই সাদেকুর রহমান, কনস্টেবল সোহেল রানা, কনস্টেবল হামিদুল ইসলাম, কনস্টেবল কোবাদ আলী, আরআরএফ কনস্টেবল জহিরুল সহ এক দল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে থানাধীন চকতিলক গ্রামের সাতবিলা হাওরের পশ্চিম পাড়ে নজরুল মিয়ার বাড়ীর পার্শ্বে কাচা রাস্তার উপরে ১৬ থেকে ১৭ জনের একটি ডাকাত দল অস্ত্র শস্ত্র সহ ডাকাতির করার উদ্দেশ্যে সমাবেত হইয়া শলাপরামর্শ করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাত ৩ টা ১০ মিনিটের সময় উল্লেখিত স্থানে উপস্থিত হইলে পুলিশের উপস্থিতি টের পাইয়া ডাকাতগন দৌড়াইয়া পালানোর চেষ্টাকালে সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থল থেকে মানিক মিয়া (৪৯), ছালিক মিয়া (২৭), জুনু মিয়া (৩২), জাহাঙ্গীর হোসেন (৩০),আলমগীর হোসেন (২৭), দুলাল মিয়া (২৮) কে গ্রেফতার করা হয়। ডাকাতদের গ্রেফতার করে থানায় মামলা রুজু করা হয়। গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই মো.লুৎফুর রহমান জানান, গ্রেফতারকৃত ডাকাতদের বুধবার সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর