,

জনগণের স্বাস্থ্য সেবার প্রতীক হয়ে উঠেছে কমিউনিটি ক্লিনিক -উপজেলা চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী

স্টাফ রিপোর্টার ॥ “শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাচাঁয় প্রাণ” এ শ্লোগানকে সামনে রেখে হবিগঞ্জ জেলার নবীগঞ্জে কমিউনিটি ক্লিনিকের ১৮তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী বলেছেন, প্রান্তিক জনগোষ্টির দৌড়ঘোড়ায় স্বাস্থ্য সেবা পৌছে দেওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর নিজস্ব চিন্তা থেকে ১৯৯৬ইং সালে কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছেন। বিএনপি-জামায়াত জোট সরকার জনগণের কথা চিন্তা করেন না, তাঁরা চায় দেশটা আবার পাকিস্তান রাস্ট্রে পরিনত হোক। তাই তাঁরা ক্ষমতায় এসে কমিউনিটি ক্লিনিকগুলো বন্ধ করে দিয়েছিল। কিন্তু বর্তমান সরকার তা পুণরায় চালু করেছে যা পৃথিবীর বুকে স্বাস্থ্য সেবায় রোল মডেলে পরিনত হয়। তিনি আরো বলেন, যত দিন শেখ হাসিনার হাতে থাকবে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। এ দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন। আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ ইফতেখার হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও ইপিআই মেডিকেল টেকনিশিয়ান অজিত কুমার দাশের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ডাঃ ইমরান চৌধুরী, ডাঃ জান্নাত আরা চৌধুরী, ডাঃ ফাতেমা তুজ জোহরা, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার বার্তা সম্পাদক মতিউর রহমান মুন্না, সহকারী স্বাস্থ্য পরিদর্শক দীপংকর চক্রবর্তী, সিএইচসিপি জয়ন্ত চক্রবর্তী, স্বাস্থ্য সহকারী মোঃ হারুনুর রশীদ প্রমূখ। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সহকারী স্বাস্থ্য পরির্দশক আব্দুর রহিম। গীতা পাঠ করেন সিএইচসিপি তৃষ্ণা গোপ।


     এই বিভাগের আরো খবর