,

চুনারুঘাটে শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সমন্বয়ে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার বিকাল ৪টায় চুনারুঘাট উপজেলা মোস্তফা শহীদ অডিটোরিয়াম হলরুমে চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার কাইজার মোহাম্মদ ফারাবীর সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা অফিসার হাসান মোহাম্মদ জোনায়েদের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ নেছার আহমদ। সভার শুরুতেই দুইজন শিক্ষিকা প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া আক্তার, পৌর মেয়র নাজিম উদ্দিন শামছু, দেওরগাছ ইউপি চেয়ারম্যান চৌধুরী শামছুন্নাহার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শামছুল হক, চুনারুঘাট থানার (ওসি) তদন্ত আলী আশরাফ, মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুস সামাদ। সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- মাসুদ চৌধুরী হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক তরফদার, হাজী আলিম উল্লা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ এ.কে আফছার আহমদ তালুকদার, আদমপুর দাখিল মাদ্রাসার সুপার আব্দুল কাইয়ুম তরফদার, গোয়াছপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখরুল ইসলাম, চুনারুঘাট প্রেসকাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু, চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুক মিয়া, আব্দুল হাই প্রিন্স, শংকর শীল প্রমুখ। সভায় প্রধান অতিথি উপস্থিত শিক্ষকদের নিয়ে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে মতবিনিময় ও বক্তব্য রাখেন।


     এই বিভাগের আরো খবর