,

ঠিকাদার নিম্ন মানের মালামাল দিয়ে কাজ করায় নবীগঞ্জে রাস্তার কাজ বন্ধ করে দিয়েছেন এলাকাবাসী

শাহ সুলতান আহমেদ ॥ নবীগঞ্জ উপজেলায় ঠিকাদার রাস্তার কাজে নিম্নমানের মালামাল দিয়ে দায়সারা কাজ করায় এলাকাবাসী প্রতিবাদী হয়ে কাজ বন্ধ করে দিয়েছেন। এ ঘটনায় সচেতন মহলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সুত্রে প্রকাশ, নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের শাখোয়া টুকের বাজার সংলগ্ন টুকেরপাড় মুখ সড়ক থেকে পুরুষত্তমপুর নদীর পাড় পর্যন্ত নবীগঞ্জ এলজিইডির অধীনে ৪ শত মিটার লম্বা প্রায় ৩৬ লক্ষ টাকা ব্যয়ে রাস্তার ইট সলিংও কার্পেটিং এর বরাদ্ধ দেয়া হয়। এরই প্রেক্ষিতে গত ১৭ই ডিসেম্বর ২০১৭ সালে সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী (বাবু) এ কাজের শুভ উদ্বোধন করেন। কাজের দায়িত্ব পান ঠিকাদার রবীন্দ্র পাল রবি নামের লোক। অভিযোগ উঠে কাজ পাওয়ার পর তিনি নিম্নমানের মালামাল ইট, বালি দিয়ে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যেই রাস্তার মাঠি ভরাট করা হয়েছে এবং নিম্নমানের কংক্রিট ও বালুর ভাগ বেশী দিয়ে রাস্তার কাজ করা হয়েছে। ওই ঘটনা নিয়ে এলাকার সচেতন মহলের নজরে পড়লে তারা গতকাল শনিবার দুপুরে ঐক্যজোট হয়ে ঠিকাদারের লোকদের কাজ বন্ধ রাখতে বলেন। প্রতিবাদের বিষয়টির শুনে নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ছাইম উদ্দিন তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর কাছ থেকে বিস্তারিত জানতে পারেন। এ সময় উপজেলা চেয়ারম্যান এলাকাবাসীকে শান্তনা দিয়ে বলেন, নিয়ম অনুযায়ী রাস্তার কাজ করা হবে। কোন মতেই দুর্নীতি করা হবে না। এ ব্যাপারে সাবেক ইউপি সদস্য মুফিজুর রহমান হতাশার সুরে বলেন, কাজ শুরুর দিকেই ঠিকাদার নিম্মমানের মালামাল দিয়ে কাজ করছে, অবশেষে নিরুপায় হয়ে এলাকাবাসী মিলে কাজ বন্ধ করে দিয়েছেন। এ ব্যাপারে ঠিকাদার রবীন্দ্র পাল রবির সাথে ফোনে জানতে চাইলে তিনি বলেন, কত টাকার কাজ পেয়েছি কাগজ না দেখে বলতে পারব না। নিম্নমানের কাজের অভিযোগ, অনিয়ম, দুর্নীতির ব্যাপারে তিনি বলেন, কাজের গুনগত মান যাচাই-বাছাই করবে ইঞ্জিনিয়ার। কিন্তু কাজের সাইডে ইঞ্জিনিয়ার দীর্ঘদিন যাবত যাননি। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা প্রকৗশলী সৈয়দুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, তারা নিয়মিত ওই কাজের তদারকি করছেন এবং গত তিনদিন পূর্বেও কাজটি পরিদর্শন করে আসছেন।


     এই বিভাগের আরো খবর