,

চিকিৎসা করানোর বাহানা করে দ্বিতীয়বার হামলা, নবীগঞ্জে মামলা করায় প্রতিশোধ নিতে হন্ন হয়ে খুঁজছে বাদীকে

শাহ সুলতান আহমেদ ॥ নবীগঞ্জে প্রভাবশালীর কবল থেকে সম্পত্তি রক্ষার প্রতিবাদ করায় প্রতিপক্ষের লোকজন মধ্যযুগীয় কায়দায় মারপিট করে আহত করেছে মোছাব্বির চৌধুরী নামের এক নিরিহ লোককে। তিনি এগারো দিন যাবত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বেডে কাতরাচ্ছেন। অপরদিকে মামলা করে বিপাকে পড়েছেন তার পরিবার। ঘটনার পর থেকেই বাড়িতে তার ভাই বোনদের অহরহ হুমকি দেয়া হচ্ছে বলে ও অভিযোগ উঠেছে। তারা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। সুত্রে প্রকাশ, উপজেলার বাউসা ইউনিয়নের নিজ চৌকি (বিলপাড়) গ্রামের মৃত সুন্দর মিয়া চৌধুরীর পুত্র মোছাব্বির চৌধুরীকে সম্পত্তি রক্ষা করার প্রতিবাদ করা নিয়ে গত ১৮ ই এপ্রিল দুপুরে মধ্যযুগীয় কায়দায় মারপিঠ করে গুরুতর আহত করে নিজ চৌকি গ্রামের আবিদ মিয়া চৌধুরীর পুত্র ময়নুবর চৌধুরী। এ ঘটনার পর একই গ্রামের মৃত ফারুক মিয়ার পুত্র সোহেল মিয়া তাকে উপযুক্ত চিকিৎসা করাবে বলে প্রলোভনে ওই রাতেই হবিগঞ্জ নিয়ে যায়।  হবিগঞ্জ  আদালত পাড়ার সামনে নিয়ে দ্বিতীয় দফায় তাকে অজ্ঞাতনামা আরো লোকজনদের দিয়ে অতর্কিত হামলা করে তাকে রক্তাক্তজখম করে  রাস্তায় ফেলে যায়। স্থানীয় লোকজনদের সহায়তায় তাকে  হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ব্যাপারে তার বোন মোছাঃ সাফিয়া বেগম গত ১৯ ই এপ্রিল ৪ জনকে আসামী করে সিআর ২১২/১৮ইং নবীগঞ্জ মামলা দায়ের করেন। এতে তিনি আসামী করেছেন আবিদ মিয়ার স্ত্রী সামছুন্নাহার (৫২)তার পুত্র ময়নুবর চৌধুরী (২৫) আলী আকবর চৌধুরী (২৩)মৃত ফারুক মিয়ার পুত্র সোহেল মিয়া(৩০)কে। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত পুর্বক প্রতিবেদন দিতে নবীগঞ্জ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। মামলার খবর শুনে আসামীরা গত ২০ই এপ্রিল শুক্রবার বিকেলে বাদি মোছাঃ সাফিয়া বেগম চৌধুরীর পিত্রালয়ে গিয়ে অঞ্জাত লোকদের নিয়ে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে যায়। এতে তিনি নিরুপায় হয়ে নবীগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে আরেকটি লিখিত অভিযোগ দায়ের করেন। এতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বাক্ষ্য প্রমান পেয়েছেন। এ প্রতিবেদক সরজমিনে ঘটনাস্থলে গেলে এলাকার আপাময় জনতা মোছাব্বির চৌধুরীর হামলার লোমহর্ষক বর্ননা দেন। তারা হামলাকারীদের সুষ্ট বিচার চেয়েছেন। এ সময়  হামলায় আহত মোছাব্বির চৌধুরী ও মামলার বাদি সাফিয়া বেগমের আত্মীয়-স্বজন কেদো কেদো সুরে বলেন, সহজ- সরল মোছাব্বিরকে সম্পত্তির লোভে এমন ঘটনা ঘটানো হয়েছে। তারা এখনো জীবনের নিরাপত্তাহীনতায় রয়েছেন। যে কোন সময় তাদের ওপর আবারো হামলা হতে পারে। সচেতন মহল মনে করেন পুলিশ প্রশাসনের সুষ্ট তদন্তে হামলাকারীদের আইনের আওতায় আনা সম্ভব। নতুবা হামলায় আহত মোছাব্বির ও তার ভাই বোন এলাকায় বসবাস করা অসম্ভব হবে।


     এই বিভাগের আরো খবর