,

বাসের সিটে বসা নিয়ে শ্রমিকের টাকা ছিনতাই, আউশকান্দির উত্তেজিত শ্রমিকদের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-সিলেট বিরতিহীন গাড়ির যাত্রী সিটে বসা নিয়ে শ্রমিক ও হেলপারকে মারপিট করে টাকা ছিনতাইয়ের ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিরতিহীন শ্রমিকগণ মহাসড়কে প্রায় ঘন্টাখানেক সময় অবরোধ করে রাখে। খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ঘটনাস্থলে গিয়ে মধ্যস্থতায় করলে পরিস্থিতি শান্ত হয়। ঘটনাটি ঘটেছে, গত রবিবার রাত সাড়ে ৮টায় ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি কিবরিয়া চত্বরে। সুত্রে প্রকাশ, ওই রাত সিলেট থেকে ছেড়ে আসা হবিগঞ্জ গামী হবিগঞ্জ বিরতিহীন গাড়ি হবিগঞ্জ- ব-১১-০০০৫ গাড়িতে থাকা নবীগঞ্জ শহরের দুই যাত্রী  তারা ওই গাড়ির শ্রমিক মোঃ আব্দুল আহাদ ও হেলপার মোঃ ফজর মিয়ার সাথে সিটে বসা নিয়ে তর্কবিতর্ক হয়। উভয়পক্ষের কথাবার্তা কারনে তারা গাড়ি থেকে প্রতিশোধ নিতে আউশকান্দি কিবরিয়া চত্বরে আসার অপেক্ষা করে। এমনকি গাড়ি থেকে মোবাইলে তাদের সহপাঠিদের বিষয়টি অবগত করে ওই স্থানে থাকার জন্য বলে। এরই মধ্যে তারা গাড়ির শ্রমিকের সাথে ধস্তা-ধস্তি করে তাদের কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে যায়। আউশকান্দি আসার পর তাদের সহযোগীরা আবারো মারমুখী অবস্থান নেয়। স্থানীয় মেম্বারকে জানানো হয় এবং তিনি ঘটনাস্থলে আসেন। এরই মধ্যে ছিনতাইকারী যাত্রীরা প্রভাবখাটিয়ে স্থান ত্যাগ করে। কিন্তু এ ঘটনা কোন ভাবেই মেনে নিতে পারেননি বিরতীহীন বাসের শ্রমিকরা। তাৎক্ষনিক ভাবে শ্রমিক নেতা লেচু মিয়া, বিরতিহীন লাইন সুপার ভাইজার আবুল খায়ের মিলে ওই সড়কে প্রায় ঘন্টাখানেক সময় অবরোধ করে রাখেন। ওই বিষয়টি নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী জানতে পেরে তিনি সরজমিনে গিয়ে দোষীদের বের করে আইনের আওতায় আনার আশ্বাসে দিলে শ্রমিকগণ তাদের অবরোধ তুলে নেন। এ ব্যাপারে আউশকান্দি লাইন সুপারভাইজার আবুল খায়ের জানান, শ্রমিকদের কাছ থেকে টাকা ছিনতাই ও হামলার ঘটনায় তারা ওই সময় রাস্তা অবরোধ করেছেন। এখন পর্যন্ত দোষীদের বেরা করা হয়নি। তারা দোষীদের হন্ন হয়ে খুঁজছেন।


     এই বিভাগের আরো খবর