,

শাহ এএমএস কিবরিয়ার ৮৭ তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা

রফিকুল হাসান চৌধুরী তুহিন ॥ হবিগঞ্জে পালিত হলো সাবেক অর্থমন্ত্রী এএমএস কিবরিয়ার ৮৭ তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে গত মঙ্গলবার সন্ধ্যা রাতে শহীদ কিবরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে শহরের আরডি হল মিলনায়তনে আয়োজন করা হয় এক আলোচনা সভা, আলোকচিত্র প্রর্দশনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সংশ্লিষ্ট ফাউন্ডেশনের অন্যতম কর্ণধার বাবু অনুপ কুমার দেব মনার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত মহিলা আসনের এমপি আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া, ভাষা সৈনিক ও প্রবীন আইনজীবি সৈয়দ আফরোজ বখত, জেলা বাপার সভাপতি ও সাবেক অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ, চিত্র শিল্পী আলাউদ্দিন আহমেদ, বিশিষ্ট সাংবাদিক সমাজসেবক রফিকুল হাসান চৌধুরী তুহিন, সাংবাদিক মামুন চৌধুরী প্রমুখ ব্যক্তিবর্গ। সভায় বক্তারা, শহীদ শামস কিবরিয়ার মেধা ও প্রজ্ঞা আর সকল সফল কাজকে নতুন প্রজন্মের জন্য এক অনুকরনীয় দৃষ্টান্ত হিসেবে আখ্যায়িত করে বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে কিবরিয়ার মতো মানুষকে অনুসরন করে এই প্রজন্মকে এগিয়ে যেতে হবে। শুধু তাই নয়, কিবরিয়ার হত্যার বিচার বিলম্বিত হওয়া নিয়েও বক্তারা চরম হতাশা ও তীব্র ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে প্রকৃত খুনীকে বের করার জন্য নতুন করে সরকারের নিকট দাবী জানানো হয়। এদিকে সভা শেষে মরহুম কিবরিয়ার স্মরণে আয়োজিত এক বিশাল আলোকচিত্র প্রর্দশনী ঘুরে দেখেন এমপি সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিগণ।


     এই বিভাগের আরো খবর