,

নবীগঞ্জে বিদুৎপিষ্ট হয়ে এক নির্মান শ্রমিকের মৃত্যু

নবীগঞ্জ প্রতিনিধি ॥ গতকাল বুধবার বিকেলে নবীগঞ্জ উপজেলার তাজপুর মাদরাসার মসজিদের নির্মান কাজ করার সময় বিদ্যুৎপিষ্ট হয়ে জহুর আলম (২৫) নামে এক নির্মান শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে ও গুরুতর আহত হয়েছে মোঃ রুকন মিয়া (৩০) নামে অপর শ্রমিক। তাকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকাবাসী জানায়, উপজেলার উল্লেখিত মাদরাসার মসজিদের নির্মান কাজ করার সময় একটি রড সোজা করতে গিয়ে অসাবধানতা বশত নির্মানাধিন মসজিদের উপরে থাকা বিদ্যুতের মেইন লাইনে জড়িয়ে পড়ে। এতে বিদ্যুৎ পিষ্ট হয়ে ঘটনাস্থলেই জহুর আলম মারা যায়। নিহত শ্রমিক পৌর এলাকার ছালামতপুর গ্রামের মৃত আব্দুল গনির একমাত্র ছেলে। এ সময় একই কাজে থাকা তার সহকর্মী করগাঁও ইউনিয়নের বৈলাকিপুর গ্রামের কনর মিয়ার ছেলে মোঃ রুকন মিয়া বিদ্যুতাড়িত হয়ে গুরুতর আহত হয়। তাকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। তার মৃত্যুর খবর পেয়ে স্বজনা হাসপাতাল ছুটে আসেন। এ সময় তাদের আহাজারিতে এক হৃদয় বিদায়ক দৃশ্যের অবতারনা হয়। পরে মৃতের মা’য়ের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ দাফন করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর