,

নবীগঞ্জে অপহরনের ১১ দিন পর যুবতী উদ্ধার ॥ অপহরনকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক ॥ নবীগঞ্জ উপজেলায় অপহরন মামলায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার বাংলা বাজার এলাকা থেকে মান্না আক্তার (১৮) নামে এক যুবতীকে অপহরনের ১১ দিন পর মামলার প্রধান আসামী আবুল কালাম (৫০) কে আটক করা হয়েছে। পরে অপহরকারীর দেওয়া তথ্যের ভিত্তিতে ভিকটিমকেও উদ্ধার করেছে পুলিশ। এদিকে, ভিকটিম মান্না আক্তার (১৮) কে ধর্ষণের অভিযোগ এনে গতকাল শুক্রবার দুপুরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে ওই উপজেলার দুলুভপুর গ্রামের সুনা মিয়ার কন্যা। সূত্রে জানা যায়, গত ১ মে ওই গ্রামের মতিন মিয়ার পুত্র আবুল কালামকে প্রধান আসামী করে একটি অপহরন মামলা দায়ের করা হয়। এরই প্রেক্ষিতে থানার এসআই পলাশ চন্দ্র দেব যুবতিকে উদ্ধার ও আবুল কালামকে ধরতে অভিযান শুরু করে। গত বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই পলাশসহ একদল পুলিশ অভিযান চালিয়ে রুস্তুমপুর টোল প্লাজা এলাকা থেকে অপহরনকারী কালামকে গ্রেফতার করে। তার স্বীকারোক্তিমূলক ভিকটিমকেও উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার দুপুরে কালামকে কারাগারে প্রেরণ করে পুলিশ। অন্যদিকে ভিকটিমকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার ভিকটিমের ডাক্তারী পরিক্ষা শেষে আদালতে পাঠানোর কথা রয়েছে। এ ব্যাপারে এসআই পলাশ জানান, ভিকটিমের মা নাছিমা খাতুন বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি নারী নির্যাতন মামলা করেছে। মামলার প্রেক্ষিতে আসামী গ্রেফতার এবং ভিকটিম উদ্ধার করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর