,

আবহাওয়া পরিবর্তনের ফলে সর্বত্র ডায়রিয়ার প্রাদুর্ভাব ॥ ১ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এসব রোগে আক্রান্ত হয়ে গতকাল বুধবার হবিগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চল থেকে শিশু, বৃদ্ধ, যুবক-যুবতীসহ অর্ধশতাধিক রোগী হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে আছিয়া বেগম (৫০) নামে এক রোগী মারা গেছে। শীতের হিমেল হাওয়া পড়ার সাথে সাথে ডায়রিয়া, আমাশয়, সর্দি, কাশিসহ বিভিন্ন রোগ বালাই দেখা দিয়েছে। হবিগঞ্জ সদরসহ বিভিন্ন ভাটি অঞ্চল থেকে এসব রোগে আক্রান্ত হাসপতালে ভর্তি হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায় হাসাপতালে ওয়ার্ডগুলোতে তিল পরিমাণ ঠাই নেই। অনেক রোগীরা বারান্দায় পড়ে রয়েছে। ডায়রিয়ায় আক্রান্ত রোগী সাদেকুল ইসলাম (৩০), (৩য় পৃষ্ঠায় দেখুন) ছাবেদ আলী (৭০), জায়েদা খাতুন (৪৫), কুতুব আলী (৫০) জানান তারা হাসপাতালে পরে থাকলেও চিকিৎসা ছাড়া কোন কিছু হাসাপতাল থেকে দেওয়া হচ্ছে না। এ এব্যাপারে আরএমও মহসিন করিম জানান, ভয়ের কিছু নেই হাত-পা ভালো করে সাবান দিয়ে ধুয়ে খাবার খেলে এসব রোগ বালাই দেখা দিবে না। তবে এসময় নিয়মিত খাবার স্যলাইন খাওয়াই উত্তম।


     এই বিভাগের আরো খবর