,

ইনাতগঞ্জ বাজার নির্বাচনের স্থগিত ফলাফল ফেসবুকে অপ-প্রচার করে নিজেকে বাচাঁতে বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ

শাহ সুলতান আহমেদ ॥ নবীগঞ্জের ইনাতগঞ্জ বাজার পরিচালনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনের স্থগিত ফলাফল ফেসবুকে অপ-প্রচার করার সংবাদ গতকাল রবিবার দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকায় প্রকাশ হলে উপজেলা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। অপরদিকে ফেসবুকে ফলাফল অপ-প্রচারকারীরা নিজেকে বাচাঁতে বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ অব্যাহত রেখেছে। তাদের এই দৌড়ঝাঁপে সচেতন মহলের মধ্যে নানা আলোচনা সমালোচনা দেখা দিয়েছে। অনেকেই বলছেন অপ-প্রচারকারীদের মূল মদদদাতা ও তাদের খুঁটির জোর কোথায়? সূত্রে প্রকাশ, গত ২৮ এপ্রিল জাকজমকভাবে ইনাতগঞ্জ বাজার পরিচালনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রিজাইডিং অফিসার, নির্বাচন কমিশনারের দায়ীত্বে অবহেলা, ভোট কারচুপি ও ভোট গনণায় গরমিলের কারণে নির্বাচনের ফলাফল স্থগিত করা হয়। এ নিয়ে প্রার্থী ও ভোটারদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয় বিষয়টি নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন-হাসান জানতে পেরে তিনি সরেজমিনে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। বিষয়টি নিয়ে তিনি গত সোমবার তার কার্যালয়ে ফলাফল প্রার্থীদের ডেকে আনেন। প্রার্থীদের দ্বিধাবিভক্তি মতামতের কারণে তিনি বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রশীদকে দায়িত্বভার দিয়ে সাত কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশ প্রদান করেন। এতে একদিকে চেয়ারম্যানের কাছে প্রতিবেদন দেওয়ার বিষয়টি পক্রিয়াধীন থাকলেও অতি উৎসাহী হয়ে ও বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষে কয়েকজন  প্রার্থী ও তাদের পক্ষের লোক গত শনিবার বিকাল থেকে একই সময়ে বিভিন্ন ফেসবুক আইডি থেকে মনগড়াভাবে বিজয়ী ঘোষনা করে পোষ্ট দেন। এদের মধ্যে সাধারন সম্পাদক প্রার্থী নোমান হোসেন (চাকা প্রতীক) তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে পাচঁটি ছবি সম্বলিত বিজয় চিহ্ন নিশ্চিত করে একটি পোষ্ট করে তিনি লিখেন- “তাকে নির্বাচিত করার জন্য বাজার ব্যবসায়ী ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা, এবং বিজয় তার একা নয় বিজয় হয়েছে ইনাতগঞ্জ বাজারের সকল ব্যবসায়ীদের। অপরদিকে, যুগ্ম সম্পাদক প্রার্থী ইজাজুর রহমান তার আইডি থেকে লিখেছেন, তাকে সহ-সম্পাদক পদে নির্বাচিত করার জন্য বাজার ব্যবসায়ীদের অনেক অনেক শুভেচ্ছা।  সাংগঠনিক সম্পাদক প্রার্থী মোঃ সাজ্জাদুল, বাজারের সকল ব্যবসায়ীদের সালাম, আদাব জানিয়ে তাকে নির্বাচিত করার জন্য সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সভাপতি পদ প্রার্থী দিলবার হোসেন এর অতি নিকটাত্মীয় আবির আহমেদ জুনেল নামের যুবক সে তার ফেসবুক আইডি থেকে নির্বাচনের সকল প্রার্থীর প্রাপ্ত ফলাফল ঘোষনা করে। তাদের এই বিভ্রান্তকর পোষ্টকে ঘিরে অনেক প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে ক্ষোভ আরো চাঙ্গা হয়। সচেতন মহল মনে করেন যেহেতু বিভিন্ন সমস্যা সৃষ্টির কারণে ওই বাজারের নির্বাচনের ফলাফল স্থগিত রয়েছে তাকে ডিঙ্গিয়ে যারা মনগড়াভাবে অতি উৎসায়ী হয়ে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপ-প্রচার করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা অতি জরুরী।


     এই বিভাগের আরো খবর