,

রমজানে সরকারি অফিসের সময়সূচি সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা

সময় ডেস্ক ॥ রমজান মাসে সরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অফিসের সময়সীমা সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে রমজান মাসের এ সময়সূচি নির্ধারণ করা হয়। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সচিবালয়ে এক ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান। মোহাম্মদ শফিউল আলম বলেন, বর্তমানে সরকারী চাকুরেদের অফিসের সময়সীমা সময় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত হলেও পবিত্র রমজান মাসের জন্য এ সময়সূচী পরিবর্তন করা হয়েছে। রমজান মাসে অফিসের সময়সূচী সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে।


     এই বিভাগের আরো খবর