,

হবিগঞ্জে ২ সহোদরের আবারো জামিন না-মঞ্জুর

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার বেলজিয়াম প্রবাসী অসীম উদ্দিন সরকারের প্রায় এক কোটি টাকা আত্মসাতের ঘটনায় কারাগারে থাকা দুই সহোদরের জামিনের আবেদন
বিজ্ঞ জেলা ও দায়রা জজ না মঞ্জুর করেছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় বিজ্ঞ বিচারক মোঃ আমজাদ হোসেনের আদালতে দুই প্রতারকের জন্য জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করেন। এর আগে ৪ বার নিন্ম আদালতে তাদের জামিন না মঞ্জুর করা হয়। পরবর্তীতে তারা উচ্চ আদালতে আসেন। বর্তমানে দুই প্রতারক কারাগারে রয়েছে এবং দুই প্রতারক পলাতক রয়েছে। প্রতারকরা হল শায়েস্তানগর এলাকার ইটালি হাউজের বাসিন্দা মৃত আব্দুল খালেক ওরফে ছেনু মিয়ার পুত্র মুখলেছুর রহমান তনু ওরপে স্বপন (৪৫), আবিদুর রহমান ইমন (৩৩), মুহিবুর রহমান রিপন ও আহমেদ সোহেল। এর মাঝে স্বপন ও ইমন কারাগারে রয়েছে। অপর দুই ভাই পলাতক রয়েছে। উল্লেখ্য, অসিম উদ্দিন সরকারের কাছ থেকে প্রতারকরা ১ কোটি টাকা হাতিয়ে নেয়। গত ১৬ ফেব্রুয়ারি অসীম উদ্দিন সরকার ৪ জনকে আসামী করে মামলা করেন। যার নম্বর ৪৩/১৮। ২৯ মার্চ তারা আদালতে আত্মসম্পর্ন করলে বিজ্ঞ বিচারক দুই ভাইকে কারাগারে প্রেরণ করেন।


     এই বিভাগের আরো খবর