,

হবিগঞ্জে শহরে জলাবদ্ধতা নিয়ে সেলিমের উদ্বেগ

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় জনমনে যে দুর্ভোগ সৃষ্টি হয়েছে তার জন্য উদ্বেগ প্রকাশ করেছেন বিগত পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী ও জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম। সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে তিনি বলেন, বৃষ্টি হওয়া স্বাভাবিক ব্যাপার। কিছু কিছু স্থানে সাময়িক সময়ের জন্য পানি জমাট হওয়াটাও স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু বৃষ্টির পানিতে শহর এলাকায় কয়েকদিন ধরে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনজীবনে দুর্ভোগ নেমে আসবে, তা কারো কাম্য নয়। হবিগঞ্জ পৌরসভার ২, ৩ ও ৬নং ওয়ার্ডের বেশ কিছু এলাকার মানুষ এখন বৃষ্টির পানিতে গৃহবন্ধী। চরম দুর্ভোগের শিকার তারা। অথচ বেশকিছুদিন পূর্বেই হবিগঞ্জ শহরে ড্রেন নির্মাণের জন্য টেন্ডারের পর ঠিকাদার নিয়োগ হয়েছে। কোথাও কোথাও ভিত্তিপ্রস্তর স্থাপনও করা হয়েছে। আমার জানামতে পৌরসভার মেয়রের বিশ্বস্ত ঠিকাদাররা এ সকল কাজ পেয়েছেন। কিন্তু বৃষ্টির মৌসুম শুরু হওয়ার আগে কেন তারা এই কাজ করলো না সেই প্রশ্ন আমার। নতুন ড্রেন নির্মাণ না করে পুরাতন ড্রেনগুলোকে সংস্কার এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিলেও আজ এমন দুর্ভোগে পড়তেন না হবিগঞ্জ পৌরবাসী। আতাউর রহমান সেলিম বলেন, আমার বাসা হবিগঞ্জ শহরের কালিগাছতলা এলাকায় এখন কোমড় পানি। বন্যার সময়ও কোনো সময় এত পানি হয়নি সেখানে। মেয়রের বাসার সামনে পানি না উঠলেও তার বাসার পাশেই পানি উন্নয়ন বোর্ড, সার্কিট হাউজ, পুলিশ সুপারের বাসভভন এবং জেলা প্রশাসকের বাসভবনেও এখন পানিতে সয়লাব। সারাদেশের কোথাও, এমনিক হাওরেও বন্যা হয়নি। কিন্তু হবিগঞ্জ শহর যেন বন্যা দুর্গত এলাকায় পরিণত হয়েছে। মানুষজন বাসা থেকে বের হতে পারছেন, কোমলমতি শিক্ষার্থীরা যেতে পারছে না স্কুলে। এ সকল এলাকায় পৌরসভার উচিত নৌকা দিয়ে সহায়তা করা।


     এই বিভাগের আরো খবর