,

শায়েস্তাগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নারী শিশুসহ আহত ২৫

মোঃ ফয়সল ইসলাম ॥ শায়েস্তাগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নারী শিশুসহ ২৫ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও অন্যান্য আহতদের স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। শনিবার বিকেল ৩ টায় ঢাকা-সিলেট মহাসড়কের নতুন ব্রীজ এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরে বাহুবল উপজেলার চন্দ্রছড়িতে মোঃ মিল্লাদ মিয়া নামে এক ব্যক্তির বাড়িতে শিরণীর আয়োজন করা হয়। শিরণী খাওয়া দাওয়া শেষে বেশ কয়েকজন লোক সিলেট থেকে ছেড়ে আসা কুমিল্লা গামী একটি কুমিল্লা ট্রান্সপোর্টের বাসে করে কুমিল্লা যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়। এছাড়াও ওই বাসটিতে আরও সিলেট থেকে আসা বেশ কয়েকজন যাত্রী ছিল। দ্রুত গামী বাসটি মহাসকের নতুন ব্রীজ এলাকায় পৌছলে নিয়ন্ত্রন হারিয়ে সিলেটগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে অন্তত ২৫ জন আহত হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে। আহতরা হল, সালেহা বেগম (৩৫), হালিমা আক্তার (১১), সানারা বেগম (২২), মনোয়ারা বেগম (৪০), তামান্না আক্তার (১৬), নুরুল ইসলাম (৩৩), নাছির মিয়া (৩৫), রেজাউল করিম (২০), নাছিম মিয়া (২১), সামিরুল ইসলাম (২৫), মনিরা খাতুন (৯), জামাল মিয়া (২৮), জমিলা খাতুন (৩২), শমসের মিয়া (১৮) ও রফিকুল ইসলাম (৩২)। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দিন দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


     এই বিভাগের আরো খবর