,

আনন্দ নিকেতনে রবীন্দ্র নজরুল জন্ম জয়ন্তী উদযাপন

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংঘঠন আনন্দ নিকেতনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন করা হয়েছে। গতকাল শনিবার আনন্দ নিকেতন কার্যালয়ে সহ-সাংগঠনিক সম্পাদক সৌমেন রায়ের
পরিচালনায় ও জীবেশ গোপের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংঘঠনের উপদেষ্ঠা ডা: শফিকুর রহমান, অধ্যাপক ও সাবেক মেয়র তোফাজ্জল ইসলাম চৌধুরী, আব্দুল আহাদ সাদী, প্রভাষক অসিম কুমার রায়, সাবেক কাউন্সিলর যুবরাজ গোপ, সাবেক সভাপতি কাঞ্চন বনিক, ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে নিলা চৌধুরী, নুছরাত সুলতানা, উম্মে মেহজারিন মাইসা। এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি নবীগঞ্জ এর সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বানী, সিলেট বেতারের নজরুল সংগীত শিল্পি মিত্রা রায়, শিক্ষক লিটন দেবনাথ, সাবেক আহবায়ক উজ্জল দাশ, সাবেক সভাপতি প্রনব দেব, তনুজ রায়, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর বখ্ত চৌধুরী তুহিন, দিপংকর ভট্টাচার্য্য দেবুল, সহ-সভাপতি ওয়াহিদুজ্জামান জুয়েল, সাধারণ সম্পাদক বিদ্যুৎ রায়, কোষাধ্যক্ষ ছাব্বিরুল হক রুহেল, প্রচার সম্পাদক গোলাম রব্বানী চৌধুরী রুমান, তবলা প্রশিক্ষক ঝুমুর ভৌমিক, নৃত্য প্রশিক্ষক প্রবীর শীল, আলাল চৌধুরী, বাপ্পী মালাকার, কাসেম আলী, সম্মানীত অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ। এ উপলক্ষে আলোচনা সভা ও শিশু-কিশোরদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগীতায় বিজয়ী হয়, ক বিভাগে ১ম স্থান সানজিদা ইসলাম সিমা, ২য় স্থান আলোক পর্ণা দাশ ধারা, ৩য় স্থান সৃজিতা দাস সিঁথি, খ বিভাগে ১ম স্থান সৌমিক দাশ সাম্য, ২য় স্থান লিয়ানা দাশ, ৩য় স্থান পুলক চক্রবর্ত্রী, গ বিভাগে ১ম স্থান দ্বৈপায়ন দাশ, ২য় স্থান প্রান্থ পুরকায়স্থ, ৩য় স্থান রাজদীপ মজুমদার এবং  ঘ বিভাগে ১ম স্থান সৌমিক রায়, ২য় স্থান টিটন সূত্রধর ও ৩য় স্থান অর্জন করে কাব্যজোতি দাশ। বক্তাগণ বিশ্ব কবি রবীন্দ্র নাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এর জীবনী নিয়ে আলোচনা করেন। পরিশেষে সংগীত পরিবেশন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।


     এই বিভাগের আরো খবর