,

বিএনপি আগামী সংসদ নির্বাচনে অংশ গ্রহন করুক আওয়ামীলীগ তা চায় না -খালেদা জিয়ার মুক্তির দাবীতে প্রতিবাদ সভায় মেয়র জি কে গউছ

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- বিএনপি আগামী সংসদ নির্বাচনে অংশ গ্রহন করুক
আওয়ামীলীগ তা চায় না। কারণ আওয়ামীলীগ ভাল করেই জানে, তাদের পায়ের নীচে মাটি নেই। তাদের জেল জুলুম নির্যাতন আর দুঃশাসনে দেশবাসী অতিষ্ঠ। অবাধ নিরপে নির্বাচন হলে আর বিএনপি অংশ গ্রহন করলে আওয়ামীলীগের চরম ভরাডুবি হবে। তাই আদালত ও পুলিশ প্রশাসনকে ব্যবহার করে সরকার আবারও মতায় যেতে চায়। বিএনপিকে নির্বাচনের বাহিরে রাখতে চায়। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে রেখে একতরফা পাতানো নির্বাচন দিতে চায়। কিন্তু আওয়ামীলীগের সেই খায়েশ পূরণ হবে না। দেশবাসী আওয়ামীলীগের একদলীয় শাসনের বিরুদ্ধে আজ ঐক্যবদ্ধ। সময় হলেই গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে ঝাপিয়ে পড়কে দেশবাসী। মেয়র বলেন- আন্দোলন ছাড়া বিশ্বের কোথাও কোনো স্বৈরশাসকের পতন হয়নি। গণআন্দোলনের মুখেই স্বৈরতন্ত্রের পতন হয়েছে, গণতন্ত্রের বিজয় হয়েছে। তাই বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে কঠিন আন্দোলনের জন্য প্রস্থত হতে হবে। আন্দোলনের মাধ্যমেই আওয়ামীলীগ সরকারের পতন নিশ্চিত করতে হবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। ঘরে বসে থাকার আর সুযোগ নেই। আন্দোলনের কর্মসূচী আসলেই মামলা হামলা উপো করে সকলকে রাজপথে নামতে হবে। তিনি গতকাল শনিবার বিকালে শায়েস্তানগরস্থ বিএনপির কার্যালয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন। লাখাই উপজেলার বামৈ ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। শেখ মোঃ ফরিদ মিয়ার সভাপতিত্বে ও মোঃ আব্দুল আউয়াল ভুইয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির কোষাধ্য হাজী এনামুল হক, জেলা যুবদলের সভাপতি আজিজুর রহমান কাজল, সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান, লাখাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামছুদ্দিন আহমেদ, হবিগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক সফিকুর রহমান সিতু, সুফায়েল চৌধুরী, হেলাল চৌধুরী, সাইফুল ইসলাম ভুইয়া, মোঃ আজম, ফজলে রাব্বী, মৌলানা মোজাহিদ মিয়া, হাফেজ দেলাওয়ার হোসেন দুলাল, সুহেল আহমেদ, আব্দুস সালাম, সাইদুর রহমান, মুজিবুর রহমান, ফারুক মিয়া, আব্দুল কাদির, উজ্জল মিয়া, কাজল আহমেদ রানা, জুনায়েদ আহমেদ, আক্তার মিয়া, রফিকুল ইসলাম রকি, গোলাম মোস্তফা ভুইয়া, বজরু মিয়া, জমির আলী, জিয়াউর রহমান, মনির মিয়া, শাকিল আহমেদ, সাহাব উদ্দিন, আকিকুল ইসলাম, শেখ নাইম আহমেদ, গিয়াস উদ্দিন, তাজিম খান, আলামিন ইসলাম নিলয় প্রমুখ। সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মুজাহিদ আহমেদ।


     এই বিভাগের আরো খবর