,

নবীগঞ্জে অনৈতিক কাজে লিপ্ত থাকায় ২ খদ্দেরকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড

পতিতা নাজমাকে ১ মাসের মধ্যে এলাকা ছাড়ার নির্দেশ

নিজস্ব প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর এলাকার পশ্চিম অভয়নগর নদীর পাড়ে গতকাল রোববার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২ খদ্দেরকে অনৈতিক কার্যকলাপের দায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন আদালতের বিচারক নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ বিন হাসান। দন্ডপ্রাপ্তরা হলেন রাজাবাদ গ্রামের মৃত আসাই মিয়ার ছেলে জুয়েল মিয়া এবং ছোট সাকুয়া গ্রামের বারিক মিয়ার ছেলে আব্দুল মতলিব। সুত্রে জানাযায়, দীর্ঘদিন ধরে ঢাকার সাভার এলাকার বেদে মেয়ে নাজমা বেগম নবীগঞ্জের বিভিন্ন স্থানে বসবাস করে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছে। কেউ প্রতিবাদ করলেই একটি বিশেষ চক্রের সহযোগিতায় আদালতে মামলা মোকদ্দমা করে হয়রানী করে। সম্প্রতি  নবীগঞ্জ পৌর এলাকার পশ্চিম অভয়নগর নদীর পাড়ে উক্ত নাজমা বেগম একটি কুড়ে বানিয়ে বসবাস করে এবং প্রতিনিদিন নানা স্থান থেকে পতিতা এনে দেহ ব্যবসাসহ অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। সে নিজেও দেহ ব্যবসার সাথে জড়িত। এ খবর পেয়ে গ্রামবাসী স্থানীয় কাউন্সিলরের নেতৃত্বে নাজমা বেগমের ঘরে গিয়ে অনৈতিক কার্যকলাপ বন্ধসহ এলাকা ছেড়ে চলে যাওয়ার অনুরুধ করেন। এতে সে কোন প্রকার কর্ণপাত না করে উল্টো ওই গ্রামের বাসিন্দা শ্রমিকলীগ নেতা হাফিজুর রহমান মিলনসহ ৪ জনের উপর বিজ্ঞ আদালতে লুটপাটের অভিযোগ এনে একটি মিথ্যা মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে গ্রামবাসী উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে নাজমার অনৈতিক কাজ বন্ধের দাবী জানিয়ে লিখিত দেন। অভিযোগের প্রেক্ষিতে রবিবার সন্ধ্যায় তাৎক্ষনিকভাবে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। এ সময় নাজমা বেগমের বসত ঘরে উল্লেখিত দুই খদ্দেরকে পেয়ে আটক করেন এবং নাজমা বেগমকে ১ মাসের মধ্যে এলাকা ছেড়ে যাওয়ার নিদের্শ প্রদান করেন। পরে এক মোবাইল কোর্ট পরিচালনা করে ধৃতদের ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এদিকে উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন গ্রামবাসী।


     এই বিভাগের আরো খবর