,

সুন্দর সমাজ বিনির্মাণে পুলিশের সাথে জনপ্রতিনিধিদের একযোগে কাজ করতে হবে -বানিয়াচংয়ে সন্ত্রাস, জঙ্গী ও মাদক বিরোধী সভায় পুলিশ সুপার

বানিয়াচং প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার পুলিশ সুপার বিধান ত্রিপুরা বলেছেন, হবিগঞ্জ জেলা হচ্ছে দাঙ্গা কবলিত এলাকা। দাঙ্গা হচ্ছে মধ্যযুগীয় বর্বরতম একটি ঘৃন্য কাজ। ঠুনকো বিষয়কে কেন্দ্র করে রক্তপাত, খুনোখুনি বন্ধসহ মাদক, সন্ত্রাস, দাঙ্গা রোধ করে সুন্দর সমাজ বিনির্মাণে পুলিশের সাথে জনপ্রতিনিধিদের একযোগে কাজ করতে হবে। গতকাল সোমবার বিকাল ৪ টায় মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ে বানিয়াচং থানা পুলিশ আয়োজিত সন্ত্রাস, জঙ্গী ও মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, মনে রাখতে হবে মাদক হচ্ছে একটি সামাজিক ব্যধি। দেশে ৭০ লাখ মানুষ মাদকে আক্রান্ত। মাদক বন্ধ করতে হলে প্রথমে পরিবার থেকে কাজ শুরু করতে হবে। সেই সাথে প্রত্যেক অভিভাবককে সন্তানের প্রতি কঠোর নজরদারি রাখতে হবে। বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোজম্মেল হক এর সভাপতিত্বে ও আম বাগান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল ভূষণ রায়ের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকার, উপজেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির আহবায়ক মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট লেখক ও গবেষক উপাধ্যক্ষ মুফতি কাজী আতাউর রহমান, ২নং ইউপি চেয়ারম্যান মোঃ ওয়ারিশ উদ্দিন খান, ৪ নং ইউপি চেয়ারম্যান মোঃ রেখাছ মিয়া, এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদ বানিয়াচং শাখার সাধারণ সম্পাদক কাজল চ্যাটার্জী প্রমুখ। সভায়  সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজনসহ শত শত শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরে পুলিশ সুপার বিধান ত্রিপুরা রচিত মোবাইল এর অপব্যবহার নিয়ে বিশেষ নাটক এবং হিজড়া জনগোষ্ঠিকে নিয়ে গৃহিত পূনর্বাসনের কাজ প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়।


     এই বিভাগের আরো খবর