,

চুনারুঘাটে বসতবাড়ির সীম-সীমানা নিয়ে সংর্ঘষের ঘটনায় মামলা দায়ের

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের দেওরগাছ গ্রামের আঃ মন্নানের স্ত্রী পপি আক্তার (৩৫) মারামারির ঘটনায় বাদী হয়ে চুনারুঘাট থানায় ৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।  মামলার বিবরণে জানা যায়, গত ৪ মে শুক্রবার সকাল ৭টার দিকে পপি আক্তারের স্বামী আঃ মন্নান দীর্ঘদিন যাবত ধরে ডায়াবেটিস রোগে ভুগছেন। তিনি ডাক্তারের পরামর্শে প্রতিদিনের ন্যায় ভোর ৭টার দিকে বাড়ি থেকে বেড়িয়ে রাস্তায় হাঁটাহাটি করা অবস্থায় একদল দূর্বৃত্তরা পূর্ব সীম-সীমানার বিরোধকে কেন্দ্র করে আঃ মন্নানকে রাস্তায় একা পেয়ে আটক করে তার চোখে, মুখে মরিচের গুড়া ছিটিয়ে বেধড়ক পিটিয়ে সারা শরীরে রক্তাক্ত জখম করে পালিয়ে যায় দূর্বৃত্তরা। এসময় আব্দুল মন্নানের আত্মচিৎকারে স্থানীয় আশপাশের লোকজনরা তাকে আশংকাজনক অবস্থায় চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়। আহত আঃ মন্নান জানায়, দীর্ঘদিন যাবত ধরে দেওরগাছ গ্রামের চাঁন মিয়ার সাথে সীম-সীমানা ও পানি নিষ্কাশনের খাল বন্ধ করার বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ৪ মে শুক্রবার সকাল অনুমান ৭ ঘটিকায় পপি আক্তারের স্বামী আঃ মন্নানকে একই এলাকার মৃত সুন্দর আলীর পুত্র চাঁন মিয়া সহ একদল দূর্বৃত্তরা পূর্ব পরিকল্পিতভাবে ডায়াবেটিস রোগী আঃ মন্নান কে হত্যার উদ্দেশ্যে মারপিট করে পালিয়ে যায়। এ ব্যাপারে এলাকার নিরীহ অসহায় পরিবার আঃ মন্নানের স্ত্রী পপি আক্তার বাদী হয়ে ০৪ জনকে আসামী করে চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে মামলার আসামীরা আঃ মন্নান ও তার স্ত্রী পপি আক্তারের পরিবারের লোকজনদের মামলা তুলে নেওয়ার জন্য প্রাণনাশের হুমকি-ধামকি দিয়ে আসছে। মামলাটির তদন্তকারী কর্মকর্তা চুনারুঘাট থানার এস.আই সুমনুর রহমান মামলার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


     এই বিভাগের আরো খবর