,

চুনারুঘাটে কৃষকসহ বোনকে পিঠিয়ে আহত করেছে প্রতিপক্ষ

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট জমি বর্গা চাষ করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক কৃষকসহ কৃষকের বোনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল মঙ্গলবার সকাল ৯ টায় উপজেলার ৬নং সদর ইউনিয়নের মধ্য নরপতি গ্রামে এ ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, মধ্য নরপতি গ্রামের আশ্ব আলীর ছেলে আমীর আলী (২৫) এর জমি বর্গা চাষ করবে মর্মে কথা দেন একই গ্রামের মখলিছুর রহমান নামে এক কৃষক। গতকাল এ বিষয়ে বিরোধপূর্ণ বর্গার জমিতে বর্ষায় অতিরিক্ত পানি লেগে যাওয়াতে চাষ করতে অপারগা প্রকাশ করলে ক্ষিপ্ত হয়ে উঠে জমির মালিক আমীর আলী। এর নিয়ে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে ওই কৃষককে মারপিট করে রক্তাক্ত জখম করে আমির আলীসহ একদল দুর্বৃত্ত। পরে স্থানীয়রা উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে নিয়ে আসেন। আহতরা হলেন, সদর উপজেলায় মধ্য নরপতি গ্রামে মখলিছুর রহমান (২২) ও এ সময় ভাইকে বাচাতে বোন এগিয়ে আসলে বোন আছমা বেগম (৩৫) আহতও হন। আহত মখলিছুর রহমান ওই গ্রামের আব্দুল হকের ছেলে।


     এই বিভাগের আরো খবর