,

বানিয়াচঙ্গে ধান কাটা নিয়ে দুইপক্ষের সংঘর্ষে আহত ৪০, মহিলাসহ ১২ দাঙ্গাবাজ আটক

জুয়েল চৌধুরী ॥ বানিয়াচং উপজেলার বাঘজুর গ্রামে জমিতে ধান কাটা নিয়ে দুইপক্ষের সংঘর্ষে  প্রায় ৪০ জন লোক আহত হয়েছে। পুলিশ মহিলাসহ ১২ দাঙ্গাবাজকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে দফায় দফায়
সংঘর্ষ হয়। এ সময় হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের আফরোজ মিয়ার সাথে নূর হোসেনের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল সকালে বিরোধপূর্ন জমিতে উভয় পক্ষের লোকজন ধান কাটতে যায়। এক পর্যায়ে তাদের মধ্যে বাক-বিতন্ডা হয়। দুপুরের দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। গুরুতর আহত অবস্থায় আফরোজ মিয়া (৩৫) শিরিশ আলী (২৮), টেনু মিয়া (৩৫), হেলাল মিয়া (২০), মোজাম্মিল (৬০), শহীদ (২৫), জাকির (১৭), তুহিন (১৬), মইনুল (২৫), স্বপন (২৪), নুর হোসেন (৫৫), শিরিনা আক্তার (৪৫), মনফর উল্লাহ (৬০), সেলিম (৩০), জামাল মিয়া (৩৮) উজ্জল মিয়া (২৫), সাহাবউদ্দিন (১৬) ও আনোয়ারা বেগম (৩০)কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে, বিকালে বানিয়াচং থানার এসআই নাজমুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ মহিলাসহ ১২ দাঙ্গাবাজকে আটক করে। বানিয়াচং থানার (ওসি) মোঃ মোজাম্মেল হক জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে পুলিশ টহল জোরদার করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর