,

মাধবপুরে ভারি বর্ষনে ফসলি জমি ও বিজিবি ক্যাম্পসহ রাস্তাঘাট প্লাবিত

মোহা. অলিদ মিয়া ॥ গতকাল রাতের ভারি বর্ষনে মাধবপুরে কয়েকটি ইউনিয়নের ফসলি জমি, রাস্তাঘাট ও কয়েকটি গ্রাম ও ৫৫ ব্যাটালিয়ানের মনতলা বিজিবি ক্যাম্প প্লাবিত হয়ে গেছে। উপজেলার ধর্মঘর, চৌমুহনী, বহরা, শাহজাহানপুর, জগদীশপুর ও আন্দিউড়া ইউনিয়নের কৃষকের করলা, বেগুন, পুইশাক, ডাটাশাকসহ প্রায় এক তৃতীংাশ পাকা ধানের জমিগুলো তলিয়ে গেছে বলে কৃষি অফিস সূত্রে জানা গেছে। ভারি বর্ষনে পাহাড়ী ঢলের পানি ও সীমান্তবর্তি এলাকায় ভারতীয় পানি নেমে এসে ফসলি জমি ও রাস্তঘাট তলিয়ে গেছে বলে বহরা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আরিফুর রহমান জানিয়েছেন। শ্রীধরপুর, মঙ্গলপুর, দেবপুর ও আলাবক্সপুর এলাকায় সোনাই নদীর পাড় ভেঙ্গে ওই গ্রামগুলো প্লাবিত হয়েছে। আরো বৃষ্টিপাত হলে সোনাই নদীর পানিতে পুরো চৌমুহনী ইউনিয়নটি প্লাবিত হয়ে যেতে পারে বলে আশংকা প্রকাশ করছেন চৌমুহনী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আপন মিয়া। এছাড়া উল্লেখিত ইউনিয়নের অধিকাংশ পুকুরের পাড় তলিয়ে যাওয়া চাষ করা মাছগুলো ভেসে গেছেও বলেও স্থানীয় লোকজন জানিয়েছে। কাচা, পাকা রাস্তাগুলোর অধিকাংশ ডুবে যাওয়ায় জনগনের চলাচলের দূর্ভোগসহ স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হয়েছে। খবর পেয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্লাবিত এলাকা ঘুরে দেখেন। তিনি জানান ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারদের ক্ষতিপূরনের লক্ষ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবর লিখিত আবেদন করা হবে।


     এই বিভাগের আরো খবর