,

আজ পল্লী বিদ্যুৎ সমিতির ৩নং এলাকার পরিচালকের নির্বাচন

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পল্লী বিদ্যুতের সমিতির ৩ নং এলাকার পরিচালকদের নির্বাচন আজ ১৫ ফেব্রয়ারী রবিবার শায়েস্থাগঞ্জ বালিকা উচ্ছ বিদ্যালয়ের সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটানা ভোট কেন্দ্রে নির্বাচন অনুষ্টিত হবে। কে হবেন এলাকার নতুন ও পুরাতন পরিচালক বিদ্যুৎ গ্রাহক ভোটারদের মাঝে জল্পনা কল্পনা শুরু হয়েছে। ফলাফলের পর কার মুখে হাসি ফুটবে এ নিয়ে গুঞ্জন সৃষ্টি । জানা যায়, শায়েস্থাগঞ্জ পৌরসভা, শায়েস্থাগঞ্জ, নূরপুর, নিজামপুর, রাজিউড়া ও গোপায়া ইউনিয়ন নিয়ে নির্বাচন। কিন্তু ভোটার সংখ্যা ৬ হাজার ২শ জন। উক্ত নির্বাচনে প্রার্থীরা হলেন- বর্তমান পরিচালক ও সাবেক বোর্ড সচিব মোঃ নজরুল ইসলাম চৌধুরী ( বৈদ্যুতিক বাল্ব), শায়েস্থাগঞ্জ ডিগ্রী কলেজের কম্পিউটার শিক্ষক মোঃ আমিনুর রহমান সোহেল (চেয়ার), ও সাপ্তাহিক হবিগঞ্জের খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক শাহ মোঃ হুমায়ুন কবীর (ছাতা), গত ১৪ই জানুয়ারী হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ৩ নং এলাকা পরিচালকদের প্রতীক পাওয়ার পর থেকেই প্রার্থীরা রাত দিন ঘুম হারাম করে ১ মাস যাবৎ হাট বাজার ও গ্রাম অঞ্চলে বিদ্যুৎ গ্রাহক ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন এবং গন সংযোগ নেমে পড়েছেন। আজ রবিবার এ নির্বাচনে প্রচারনা কেউ কারোর চেয়ে কম নেই। সবার মুখে শুনা যাচ্ছে চেয়ার, ছাতা ও বৈদ্যুতিক বাল্ব ত্রিমুখি ভোট যুদ্বের মধ্যে প্রকাশ্যে শুনা যাচ্ছে চেয়ার প্রতীক এগিয়ে রয়েছে এবং ছাতা ও বৈদ্যুতিক বাল্ব প্রতীকের অসংখ্য ভোটার মুখে গোপন রয়েছে কিন্তু ওই সব ভোটাররা মুখ খুলতে রাজি নয়। অনেক ভোটাররা ধারনা করছেন এটা জাতীয় ও স্থানীয় নির্বাচন থেকে অনেকটা ভিন্ন হপবিস পরিচালকদের নির্বাচন। এ নির্বাচনে গ্রহন যোগ্যতা ও সম্মান বেশি। স্ব স্ব পরিচালকদের নির্বাচিত করার জন্য তাদের আত্বীয় স্বজনরাসহ রাজনৈতিক দলের স্ব স্ব এদের পছন্দের প্রার্থীদের পেছনে প্রচারনা করে যাচ্ছে।


     এই বিভাগের আরো খবর